WordPress theme customization – ওয়ার্ডপ্রেসের থিম হচ্ছে টেমপ্লেট বা বাহ্যিক অবয়ব। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইট কেমন দেখা যাবে কিংবা কোন জায়গায় কোন জিনিস দেখাবে এসব কিছু থিম দিয়েই ঠিক করা হয়। বাই ডিফল্ট ৩/৪ থিম ওয়ার্ডপ্রেসে থাকে এবং একটি সক্রিয় (Active) থাকে। এগুলি থিম একটা একটা করে একটিভেট করে দেখতে পারেন কোনটা কেমন দেখা যায়। এগুলি একটাও যদি পছন্দ না হয় তাহলে ফ্রি থিম পাওয়া যায় সেগুলি ডাউনলোড করে ইনস্টল দিতে পারেন। বাই ডিফল্ট থাকা থিম গুলি অবশ্য অনেক ভালো, কাস্টমাইজ করার প্রায় ১ হাজার অপশন আছে। এসব নিয়ে এই টিউটোরিয়াল।
WordPress theme customization –
সহজ কথায়, ওয়ার্ডপ্রেস হল একটি সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটু বিশদ বলতে গেলে, ওয়ার্ডপ্রেস হল পিএইচপি ও মাইএসকিউএল ভিত্তিক একটি বিশেষ অনলাইন টুল যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। আর উইকিপিডিয়ার ভাষ্য অনুসারে – ওয়ার্ডপ্রেস হল ফ্রী ও ওপেনসোর্স ব্লগিং টুল এবং একটি শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা পিএইচপি এবং মাইএসকিউএল এর উপর ভিত্তি করে তৈরিকৃত।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কি?
ওয়ার্ডপ্রেস মুলত একটি ওয়েবসাইট তৈরি করার ওপেন সোর্স অ্যাপলিকেশন। যা দিয়ে কোম্পানির ওয়েব সাইট তৈরি করা যায়। কিন্তু প্রত্যেক কম্পানির ক্যাটেগরি ভিন্ন , তাই তারা চায় তাদের ওয়েব সাইট ইউনিক হোক। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য ওয়ার্ডথিম কে কাস্টমাইজ বা এডিট করতে হয়। একেউ মুল থিম ডেভেলপমেন্ট বলা হয়। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনকেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বলা হয়। ওয়েবের জন্য এটিই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিএমএস।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী?
দুটুই হলো ওয়েব সাইট বানানোর জন্য একটা ছাচ। এক কথায় বলতে গেলে ডেভেলপমেন্ট হলো শুন্যে শুরু করে সম্পুর্ন ছাচ বানানো। এখানে কোডিং দিয়েই কাজটি করতে হয়। যেমন html5, css, php, mysql ইত্যাদি।
আর কাস্টমাইজেশন হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্লাগিন ব্যবহার করে ডেভেলপড থিম টাকে পরিবর্তন করা।
সহজ ভাষায় বলতে গেলে আপনি পেন্ট কিনতে বাজারে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আপনার কোমরের মাপে পেন্ট পাওয়া যায় কিন্তু লম্বায় ৪/৫ ইঞ্চি বড় হয়। এখন কি করবেন? নিশ্চয় পেন্ট টা কিনে টেইলারিংয়ের কাছে গিয়ে কেটে ঠিকঠাক মাপ করে নেবেন তাই না? এখানে গারমেন্টস কোম্পানি ডেভেলপার এর কাজ করেছে, টেইলার কাস্টমাইজেশন এর কাজ করেছে আর আপনি কাস্টমার হিসাবে কাজ করিয়ে নিয়েছেন। আশাকরি বুজাতে পেড়েছি। ধন্যবাদ।
কিভাবে ক্যারিয়ার গড়বো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে?
প্রতিদিন হাজার হাজার ওয়ার্ডপ্রেস থিম সেল হয় থিম মার্কেটপ্লেস গুলোতে। তবে গ্রাহকের চাহিদা অনুসারে সব গুলো থিম রেডি থাকেনা ওগুলোকে গ্রাহকের ডিমান্ড অনুসারে কাস্টমাইজ করে নিতে হয়। তাই ফ্রিল্যাসিং মার্কেটপ্লেস গুলোতে রয়েছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের প্রচুর কাজ। সুতরাং বুঝতেই পারছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজ শিখে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে সহজে ক্যারিয়ার গড়তে পারেন।
ভাবছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখবেন?
হ্যাঁ , ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন হতে পারে আপনার পছন্দের কাজ। যারা ফ্রিল্যান্সিং বা ইন্টারনেটে ক্যারিয়ার গড়বেন ভাবছেন তারা বেঁচে নিতে পারেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনকে। তবে খুব কম সংখ্যক প্রতিষ্ঠান আছে যারা প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কোর্স করায়। তবে চিন্তার কারণ নেই এখন আপনি চাইলে ঘরে বসেই রেপটোতে শিখতে পারেন প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কোর্স।
WordPress theme customization প্রফেশনাল কোর্স –
আমরা আপনার জন্য নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এর প্রফেশনাল কোর্স একদম ফ্রি তে। নিচের দেয়া ডাউনলোড অপশন থেকে সরাসরি ডাউনলোড করে নিন কোর্সটি –
বর্তমান সময়ে শেখার সবচেয়ে বেশী জনপ্রিয় উপায় হচ্ছে অনলাইন কোর্স। আর এই কোর্স গুলো কিনে কাজ শিখতে অনেকে হিমশিম খায়। তাই যাদের এই কোর্স গুলো কেনার মত আর্থিক অবস্থা নেই আমরা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই এই কোর্স গুলো পাবলিশ করে থাকি। আপনার যদি কোর্স গুলো কেনার মত একটুও সামর্থ্য থাকে তবে প্লিজ আমরা অনুরুধ করছি যেই কোর্সটি করতে চান সেটির অরিজিনাল সোর্স থেকে পেমেন্ট করে কোর্সটি কিনে তারপর শেখা শুরু করুন। এতে আপনার শেখা সার্থক হবে।
DONLOAD NOW
আপনার জন্য আরও –
►►গ্রাফিক্স ডিজাইন : গ্রাফিক্স ডিজাইন পেইড কোর্স ফ্রি – Graphics Design Paid Course Free
►► ইথিক্যাল হ্যাকিং : Ethical Hacking Full course free paid – ইথিক্যাল হ্যাকিং কোর্স ফ্রি
►► অনলাইন ইনকাম : লেখালেখি করে আয় ২০২১ , পেমেন্ট বিকাশে। ঘরে বসে আয় করুন বিকাশে পেমেন্ট নিন।
►► স্কিল ডেভেলপমেন্ট : Skill Development কি? Skill Development কোর্স করার ৫টি বাংলাদেশি সাইট
►► ফ্রিল্যান্সিং শিখুন : ইউটিউব থেকে ইনকাম ২০২১ – ইউটিউব গাইডলাইন