BD Skills
  • ডিজিটাল স্কিল
    • এসইও (SEO)
    • ওয়েব ডেভেলপমেন্ট
    • প্রোগ্রামিং
    • মাইক্রোসফট অফিস
      • মাইক্রোসফট এক্সেল
      • মাইক্রোসফট ওয়ার্ড
      • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • ফ্রি পেইড কোর্স
  • ফ্রি PDF বই
  • চাকরির বিজ্ঞপ্তি
    • প্রাইভেট চাকরি
    • সরকারী চাকরী
  • অনলাইন ইনকাম
  • আরও ক্যাটেগরি
    • ইউটিউব গাইড
    • টিপস & হ্যাকস
    • প্রযুক্তি কথা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যবসা
    • ব্লগিং
    • লাইফস্টাইল
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
  • ডিজিটাল স্কিল
    • এসইও (SEO)
    • ওয়েব ডেভেলপমেন্ট
    • প্রোগ্রামিং
    • মাইক্রোসফট অফিস
      • মাইক্রোসফট এক্সেল
      • মাইক্রোসফট ওয়ার্ড
      • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • ফ্রি পেইড কোর্স
  • ফ্রি PDF বই
  • চাকরির বিজ্ঞপ্তি
    • প্রাইভেট চাকরি
    • সরকারী চাকরী
  • অনলাইন ইনকাম
  • আরও ক্যাটেগরি
    • ইউটিউব গাইড
    • টিপস & হ্যাকস
    • প্রযুক্তি কথা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যবসা
    • ব্লগিং
    • লাইফস্টাইল
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
BD Skills
No Result
View All Result

Skill Development কি? Skill Development কোর্স করার ৫টি বাংলাদেশি সাইট

January 19, 2022
in ডিজিটাল স্কিল
0
65
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

আপনি কি একটি সুন্দর ও প্রতিষ্ঠিত জীবনের স্বপ্ন দেখছেন? তাহলে নিশ্চয়ই Skill Development করার প্রয়োজনীয়তা অনুভব করছেন। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যুগ যত আধুনিক হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান তত উন্নত হচ্ছে? নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখছে। কিন্তু সবার লক্ষ যখন এগিয়ে যাওয়া তখন প্রতিযোগিতাও আকাশচুম্বী।

তাই এই এগিয়ে প্রতিযোগিতায় একদল পিছিয়ে পড়বে আর একদল দ্রুত উন্নতি করবে এটাই স্বাভাবিক৷ কিন্তু এই পিছিয়ে পড়া দলটি কেন পিছিয়ে আছে তা ভেবেছেন? তার প্রধান কারন দক্ষতার পার্থক্য। স্কিল ডেভেলপমেন্ট ব্যতীত এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব।

তাই প্রত্যেকের উচিত সময় থাকতে স্কিল ডেভেলপ করাই বুদ্ধিমানের মতো কাজ হবে। আপনিও যেন পিছিয়ে পড়া দলের সদস্য না হন তা নিশ্চিত করতেই আমাদের আজকের আয়োজন।

আজকের আর্টিকেলে আমরা জানবো Skill Development কি? এর গুরুত্ব, স্কিল ডেভেলপমেন্ট এর উপায় ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার ৫ টি সাইট সম্পর্কে।

Skill Development কি?

Skill Development হলো আপনার দক্ষতার ত্রুটি সনাক্তকরণ এবং দক্ষতার বিকাশ নিশ্চিত করার একটি প্রসেস।

স্কিল ডেভেলপমেন্ট মানুষের ক্ষমতায়ন, তাদের ভবিষ্যতের সুরক্ষা এবং একজন ব্যক্তির সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এটি আজকের এই বিশ্বায়নে কর্মসংস্থানের সূযোগ অনেক গুনে বাড়ায়।

Skill Development কেন দরকার?

দক্ষতা বর্তমানে একাডেমিক স্ট্যাটাসের মতোই অত্যাবশ্যক। স্কিল আপনার সুন্দর ক্যারিয়ার গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং লক্ষ্য অর্জন করতে বিশেষ ভূমিকা রাখে। তাই, শিক্ষা এবং দক্ষতা এখন একই সাথে অর্জন করা জরুরী।

মানুষ এখন হন্যে হয়ে ক্যারিয়ারের পেছনে ছুটছে। আর পছন্দমত ক্যারিয়ারে যেতে স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিশেষ করে প্রতিযোগিতার এমন যুগে, যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা সহজ নয়। আপনি যত আপনার দক্ষতা বাড়াতে পারবেন, ততই আপনার কাজের পরিধি বাড়ানো সম্ভব হবে।তাই এখনই সময় নিজের দক্ষতাকে বাড়িয়ে প্রতিযোগিতায় টিকে থাকার।

Skill Development কত প্রকার?

যেকোন প্রতিষ্ঠান কিংবা নিয়োগদাতা সাধারণত দুই ধরনের স্কিল বা দক্ষতার ভিত্তিতে কর্মী নিয়োগ দিয়ে থাকেন। তা হলো:

  1. হার্ড স্কিল (Hard Skill) ও
  2. সফট স্কিল (Soft Skill)।

এক্ষেত্রে আপনি কোন ধরনের ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রিতে যেতে চান, তার ওপর প্রয়োজনীয় স্কিলের তালিকা নির্ভর করে।

হার্ড স্কিল ও সফট স্কিল কী?

হার্ড স্কিল বলতে মূলত সেই সব দক্ষতাকে বোঝায় যা সুনির্দিষ্ট কাজে প্রয়োগ করা যায় ও সঠিকভাবে যার মূল্যায়ন করা সম্ভব।

সাধারণত সব ধরনের টেকনিক্যাল দক্ষতাগুলো এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন- আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আপনার অটো ক্যাড জানাটা হচ্ছে আপনার হার্ড স্কিল।

অন্যদিকে সফট স্কিল বলতে এমন সব দক্ষতাকে বোঝায়, যেগুলো আপনার ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত। আর এগুলো কোন নির্দিষ্ট উপায়ে পরিমাপ বা যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয়। আপনার নেতৃত্বগুণ, কতটা সৃজনশীল ভাবে কাজ করতে পারেন, কাজটি কত সহজে করতে পারেন, কাজটি করতে গিয়ে কতটুকু মানসিক চাপ নিতে পারেন, কাজটি কত সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন ইত্যাদি হলো কিছু সফট স্কিলের উদাহরণ।

কোন স্কিল আপনার জন্য উপযুক্ত?

বিভিন্ন ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ারের ধরনের ভিত্তিতে হার্ড স্কিল ও সফট স্কিল আলাদা হয়। কিন্তু এমন কিছু স্কিল আছে যা প্রায় সব ইন্ডাস্ট্রিতে কাজে আসে। যেমন – ওয়ার্ড প্রসেসর ব্যবহার অথবা টাইপিং (হার্ড স্কিল), যোগাযোগের দক্ষতা (সফট স্কিল)।

নিয়োগদাতারা তাদের সম্ভাব্য কর্মীদের কাছ থেকে ঠিক কেমন স্কিল খোঁজেন, সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে সামগ্রিক একটা ধারণা পাওয়া সম্ভব। প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকডইনের তথ্য অনুযায়ী,২০১৯ সালে সর্বাধিক চাহিদাসম্পন্ন স্কিল ছিল ক্লাউড কম্পিউটিং (হার্ড স্কিল) আর সৃজনশীলতা (সফট স্কিল)।

যে ৫ টি সফট স্কিল ছাড়া ক্যারিয়ারে উন্নতি করা কষ্টকর

বিভিন্ন নিয়োগকারীরা কর্মী নিয়োগের সময় একজন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে যেসব সফট স্কিল আশা করেন তার মধ্যে উল্লেখযোগ্য ৫ টি সফট স্কিল হলঃ

১. কমিউনিকেশন স্কিল

আপনি যে চাকরিই করেন বা উদ্যোক্তাই হোন না কেন। আপনাকে আপনার গ্রাহক, ক্রেতা, বিক্রেতা, অনান্য প্রতিষ্ঠানের লোকজন, নিয়োগকর্তাসহ আরও অনেকের সঙ্গেই যোগাযোগের প্রয়োজন হয়। এর জন্য কিন্তু আপনার মৌখিক ও লিখিত দুই ধরনের যোগাযোগেই ভালো হতে হবে।

২. নেতৃত্বদানের ক্ষমতা

যদি আপনি নেতৃত্বদানের ক্ষমতা তৈরি করতে না পারেন, সে ক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানের উঁচু পদে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাখা হবে না। এজন্য কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে নেতৃত্বদানের ক্ষমতা তৈরি করুন।

৩. দলগত কাজ

দলগত কোন কাজ করার মাধ্যমে একটি দলের প্রত্যেক সদস্যের সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করা সম্ভব। এতে সম্মিলিতভাবে ভালো ফল নিশ্চিত করা যায়। এজন্য প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

৪. সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃজনশীলতা

আপনার প্রতিষ্ঠানে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে, কোনো সমস্যা বা সংকট তৈরি হলে সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সম্ভাব্য কিছু সমাধানের কথাও জানান। আর আপনার কাজের মধ্যে সৃজনশীলতা থাকলে আপনি অন্য সবার থেকে নিজেকে শ্রেষ্ঠভাবে উপস্থাপন করতে পারবেন।

৫. চাপের মধ্যে কাজ করার ক্ষমতা ও টাইম ম্যানেজমেন্ট

সকল প্রতিষ্ঠানেই কাজের চাপ থাকবে। তাই এখন যে কাজটি যত সময় নিয়ে করছেন, তা আরও কম সময়ে দক্ষতার সঙ্গে কীভাবে করা যায় তা প্র্যাকটিস করুন।

Skill Development কোর্স করার ৫ টি সাইট

এতক্ষনে জানলেন স্কিল ডেভেলপমেন্ট কেন প্রয়োজন। এবং কর্পোরেট ক্যারিয়ারে কি ধরনের স্কিল প্রয়োজন। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় করব স্কিল ডেভেলপমেন্ট? কিভাবে শিখব দক্ষ ইন্সট্রাক্টরের কাছ থেকে?

বর্তমান যুগে Skill Development কোনো চিন্তার বিষয় না। অফলাইনের পাশাপাশি অনলাইনে রয়েছে শত-শত লার্নিং প্লাটফর্ম। যার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই শিখতে পারবেন পছন্দের বিষয় টি।

একসময়ে বাংলাদেশের অনেক মানুষের পক্ষে ইংরেজি ভাষায় ডেভেলপমেন্ট কোর্স করার সম্ভব হত না। কিন্তু তাদের সুবিধার্থে এখন কিন্তু প্রচুর বাংলাদেশী অনলাইন লার্নিং প্লাটফর্ম আছে। তেমনই কিছু দেশীয় লার্নিং প্লাটফর্ম সম্পর্কে আপনাদের ধারনা দেব।

10minuteschool.com

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম এখন টেন মিনিট স্কুল। রবি ১০ মিনিট স্কুল হচ্ছে একটি শিক্ষামূলক সংগঠন। এর প্রতিষ্ঠাতা হলেন শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক। শুরু থেকেই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল এমন একটি স্থান তৈরি করা যেখান থেকে মানুষ নিজের ইচ্ছায়, নিজের পছন্দের সেক্টর নিয়ে জানতে পারবে।

শিক্ষা পদ্ধতিঃ

ফেসবুক, ইউটিউব, প্রতিষ্ঠানের ওয়েবসাইট, স্মার্টবুক, টেন মিনিট স্কুল ব্লগ, টেন মিনিট স্কুল লাইভ নামে কয়েকটি শাখায় তারা শিক্ষা সেবা দিয়ে থাকেন। টেন মিনিট স্কুল একাডেমিক (HSC, SSC), ইউনিভার্সিটি ও মেডিকেল এডমিশন, কম্পিটিটিভ এক্সাম (বিসিএস ও প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স) ছাড়াও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বিভিন্ন পেইড কোর্স প্রদান করে থাকে।

টেন মিনিট স্কুলের কার্যক্রমঃ

  • একাডেমিক ক্লাস নেওয়ার পাশাপাশি প্রচুর স্কিল ডেভেলপমেন্ট সেশন
  • দক্ষতা অর্জন ছাড়াও অনুশীলন করার জন্য বিভিন্ন কুইজ এবং মডেল টেস্টের আয়োজন
  • বিভিন্ন শিক্ষামূলক তথ্য ধারণ সমৃদ্ধ ব্লগ, মোটিভেশনাল ভিডিও

টেন মিনিট স্কুল থেকে কি কি স্কিল ডেভেলপমেন্ট করা সম্ভব?

  • ফ্রিল্যান্সিং
  • কম্পিউটার স্কিল
  • মাইক্রোসফ্ট অফিস স্কিল
  • ওয়েব ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • প্রেজেন্টেশন কৌশল
  • ম্যানেজমেন্ট স্কিল ইত্যাদি

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে বিনামূল্যে সকল বিষয়ের ভিডিও লেকচার ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স পেতে চাইলে আপনিও সাহায্য নিতে পারেন টেন মিনিট স্কুল থেকে।

Bohubrihi.com

বহুব্রীহি অন্যতম জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম। এখানে আপনি পছন্দ অনুযায়ী অনলাইন কোর্স, ট্রেনিং আর ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে ভর্তি হয়ে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জন করতে পারবেন।

বহুব্রীহির আছে প্রচুর ফ্রী অনলাইন কোর্স। লাইফটাইম এক্সেস, কমিউনিটি ফোরাম এবং কোর্স শেষে সার্টিফিকেটের সুবিধা।High Quality Online Courses at Bohubrihi

বহুব্রীহির কার্যক্রম –

  • ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং প্রফেশনালদের বানানো কন্টেন্ট।
  • বাস্তব ব্যবহারভিত্তিক প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট
  • ইন্সট্রাক্টর আর মেন্টরদের কাছ থেকে সরাসরি সহায়তা
  • বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো সময়ে শেখার সুবিধা দেওয়া

বহুব্রীহি কি কি স্কিল ডেভেলপমেন্ট সেবা দেয়?

  • ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম
  • কমপ্লিট ডিজিটাল মার্কেটিং
  • ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট
  • প্রোগ্রামিং
  • অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি।

Learning Bangladesh

ইন্ডাস্ট্রি এক্সপার্ট দের পরিপূর্ণ গাইডলাইন নিয়ে তৈরী এটি দেশীয় অনলাইন শিক্ষার প্লাটফর্ম হল লার্নিং বাংলাদেশ। বাংলা ভাষায় একাধিক হার্ড স্কিল ও সফট স্কিল ডেভেলপমেন্ট জন্য খুবই উপযুক্ত একটি সাইট এটি। বর্তমানে প্রায় দশ হাজারেরও বেশি লার্নার রয়েছে এই সাইট এ।

লার্নিং বাংলাদেশ প্লাটফর্ম থেকে কেন শিখবেন?

  • এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের দক্ষ ইন্সট্রাকটরদের সাথে কানেক্টেড হতে পারবেন
  • পছন্দের অনলাইন সাবস্ক্রাইব করে আপনার সময় ও সুযোগ অনুযায়ী শিখতে পারবেন
  • কোর্স কমপ্লিট করে লার্নিং বাংলাদেশের সার্টিফাইড লার্নার হিসাবে এনলিস্টিড হবার সুযোগ পাবেন

লার্নিং বাংলাদেশ প্লাটফর্মে কি কি স্কিল ডেভেলপমেন্ট কোর্স রয়েছে?

  • বিজনেস ইন্টেলিজেন্স
  • অফিস প্রোডাক্টিভিটি
  • মোশন গ্রাফিক্স এনিমেশন
  • স্টার্ট আপ বিজনেস
  • কর্পোরেট ক্যারিয়ার
  • ডিজিটাল মার্কেটিং ইত্যাদি

MSB Academy

MSB একাডেমী বাংলাদেশের অন্যতম সেরা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। খুবই দক্ষ ইন্সট্রাক্টর দের কাছ থেকে শেখার সুযোগ রয়েছে এখানে। প্রচুর স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার বিষয়ক কোর্স নিয়ে তৈরী এই সাইট টি। ঘরে বসে বাংলা ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে উপযুক্ত একটি প্লাটফর্ম।

MSB একাডেমীর কার্যক্রমঃ

  • সুসজ্জিত কোর্স, সহজেই লার্নারদের বুঝতে সাহায্য করা
  • একাধিক প্রোফেশনাল ও ক্যারিয়ার বিষয়ক কোর্স
  • নতুনদের জন্য বিশেষ সুবিধা রেখে তাদের স্কিল ডেভেলপমেন্টে উৎসাহিত করা

MSB একাডেমীর কোর্স সমূহঃ

  • ফাইভার সাকসেস
  • ইথিক্যাল হ্যাকিং
  • ওয়ার্ডপ্রেস থিম, প্লাগিন কাস্টমাইজেশন কোর্স
  • মাইক্রোসফট অফিস
  • এক্সেল
  • ভিডিও এডিটিং
  • ফটোশপ
  • গ্রাফিক্স ডিজাইন
  • জাভাস্ক্রিপ্ট বাংলা কোর্স ইত্যাদি।

repto.com.bd

সময়োপযোগী সব রকম Skill Development কোর্স নিয়ে তৈরী এই প্লাটফর্ম টি। বাংলা ভাষায় দক্ষ মেন্টরের মাধ্যমে শিক্ষা প্রদান করে এই প্রতিষ্ঠান টি। সুসজ্জিত কোর্স এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। অল্প খরচেই যারা দক্ষ ইন্সট্রাক্টর দের থেকে শিক্ষা পেতে চান তাদের জন্য খুবই কার্যকর প্লাটফর্ম।

REPTO এর সেবাঃ

  • দক্ষ মেন্টরের মাধ্যমে শিক্ষা প্রদান
  • অসংখ্য ফ্রি কোর্স
  • প্রিমিয়াম কোর্সে বিভিন্ন সুবিধা
  • কোর্স শেষে সার্টিফিকেট

Skill Development কোর্স সমূহঃ

  • সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স
  • ফান্ডামেন্টাল অব ডিজিটাল মার্কেটিং
  • ফটোশপ
  • প্রফেশনাল ভিডিও এডিটিং
  • বিজনেস কার্ড মেকিং কোর্স
  • স্পোকেন ইংলিশ কোর্স
  • মোশন গ্রাফিক্স
  • সাংবাদিকতা কোর্স
  • স্পেশাল লোগো ডিজাইন কোর্স ইত্যাদি

বর্তমানে অধিকাংশ মানুষের লক্ষ্য সুন্দর একটি লাইফস্টাইল। যার জন্য দরকার প্রতিষ্ঠিত ক্যারিয়ার, যোগ্যতা অনুযায়ী চাকরী। কিন্তু স্কিল ডেভেলপমেন্ট ছাড়াও কি ক্যারিয়ারের উন্নতি সম্ভব? মোটেও না। প্রতিযোগিতামূলক এই যাত্রায় স্কিল ছাড়া কখনই আপনি বেশিদূর এগোতে পারবেন না। তাই সবাই যখন নিজেদের দক্ষতাকে বাড়িয়ে নিচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন?

আর ২০২১ এর ডিজিটাল বাংলাদেশে আপনার চিন্তা কোথায়? ঘরে বসেই বিভিন্ন অনলাইন প্লাটফর্মের সাহায্যে বাড়াতে পারেন আপনার দক্ষতা। সুন্দর ভবিষ্যৎ আর প্রতিষ্ঠিত জীবনের স্বপ্ন দেখা মানুষ গুলোর জন্যই আজকে আমরা আলোচনা করেছি, স্কিল ডেভেলপমেন্ট কি? স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার ৫ টি সাইট নিয়ে।

আশা করি আপনার Skill Development এর যাত্রায় আমাদের এই প্রচেষ্টা টুকু কাজে দিবে। আপনিও সফল, সুন্দর ও প্রতিষ্ঠিত ক্যারিয়ার গড়তে পারবেন।

Related Posts

ডিজিটাল মার্কেটিং কি এবং কেন? ডিজিটাল মার্কেটিং শেখার উপায়।
ডিজিটাল স্কিল

ডিজিটাল মার্কেটিং কি এবং কেন? ডিজিটাল মার্কেটিং শেখার উপায়।

ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি কোর্স। ডাটা এন্ট্রি শেখার উপায়, ডাটা এন্ট্রি জব
ডিজিটাল স্কিল

ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি কোর্স। ডাটা এন্ট্রি শেখার উপায়, ডাটা এন্ট্রি জব

ফেসবুক নিয়ে এলো অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম!!
ডিজিটাল স্কিল

ফেসবুক নিয়ে এলো অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম!!

বেসিক কম্পিউটার শিখুন মোবাইল অ্যাপের মাধ্যমে।
ডিজিটাল স্কিল

বেসিক কম্পিউটার শিখুন মোবাইল অ্যাপের মাধ্যমে।

Microsoft Excel – মাইক্রোসফট এক্সেল। টিউটোরিয়াল – পর্ব – ১২
ডিজিটাল স্কিল

Microsoft Excel – মাইক্রোসফট এক্সেল। টিউটোরিয়াল – পর্ব – ১৮ ( শেষ পর্ব)

Microsoft Excel – মাইক্রোসফট এক্সেল। টিউটোরিয়াল – পর্ব – ১৭
ডিজিটাল স্কিল

Microsoft Excel – মাইক্রোসফট এক্সেল। টিউটোরিয়াল – পর্ব – ১৭

Next Post
হ্যারি পটার সিরিজ বাংলায় অনুবাদকৃত ৭ টি বই একসাথে।Harry Potter All Book PDF Download

হ্যারি পটার সিরিজ বাংলায় অনুবাদকৃত ৭ টি বই একসাথে।Harry Potter All Book PDF Download

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • ডিজিটাল স্কিল
    • এসইও (SEO)
    • ওয়েব ডেভেলপমেন্ট
    • প্রোগ্রামিং
    • মাইক্রোসফট অফিস
      • মাইক্রোসফট এক্সেল
      • মাইক্রোসফট ওয়ার্ড
      • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • ফ্রি পেইড কোর্স
  • ফ্রি PDF বই
  • চাকরির বিজ্ঞপ্তি
    • প্রাইভেট চাকরি
    • সরকারী চাকরী
  • অনলাইন ইনকাম
  • আরও ক্যাটেগরি
    • ইউটিউব গাইড
    • টিপস & হ্যাকস
    • প্রযুক্তি কথা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যবসা
    • ব্লগিং
    • লাইফস্টাইল
    • সোশ্যাল মিডিয়া

© 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.