Biography
আমি রিসার্চ আর টেকনোলজির জগতে কাজ করি — ডেটা ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস আর সিস্টেম অপারেশনে ভালো অভিজ্ঞতা আছে। কোয়ালিটেটিভ আর কোয়ানটিটেটিভ দুই মেথডেই কাজ করতে স্বচ্ছন্দ। রিসার্চ টুল ডিজাইন করা, ডেটার কোয়ালিটি মেইনটেইন করা আর অ্যানালাইটিক প্রসেস ঠিকভাবে চলা— এই দিকগুলোতেই আমি সবচেয়ে বেশি ফোকাস করি।
টেক দিক দিয়ে বলতে গেলে হার্ডওয়্যার–সফটওয়্যার ট্রাবলশুটিং, আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট আর ডিজিটাল সলিউশন সাপোর্ট দেওয়াতে দারুণ এক্সপার্ট। টেক আর রিসার্চ—এই দুই জগতকে মিশিয়ে ডেটা-ড্রিভেন এক্সাক্ট ইনসাইটস বের করাই আমার প্যাশন।
চলো, একসাথে কানেক্ট হই আর ভবিষ্যৎটা গড়ে তুলি নতুনভাবে! 🚀
Courses