15.Rows & Columns
রো’ এবং কলাম নিয়ে আলোচনা করা ক্ষেত্রে আমরা আমাদের এক্সেল এর Home ট্যাব এর Cells গ্রুপ টা নিয়ে মুলত আলোচনা করব।
Cells গ্রুপে রয়েছে তিনটা অপশন
- Insert
- Delete
- Format
Insert: বড় কোনড্যাটা সেট-এ কাজ করার সময় যদি হঠাৎ মনে হয় কোন রো অথবা কলামে ড্যাটা এন্ট্রী মিসিং হয়েছে অর্থাৎ ড্যাটা সেট এর মাঝখানে নতুন একটা রো অথবা কলাম প্রয়োজন তাহলে সিম্পলি Insert অপশনটা ব্যবহার করে নতুন রো বা কলাম এক্সিস্ট করা যায়।
Delete: ড্যাটা সেট এ অপ্রয়োজনীয় কোন রো বা কলাম রিমুভ করার জন্য Delete অপশনটা ব্যবহার করে কাজটি সম্পূর্ণ করা যায়।
Formate: Format অপশন এর ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করলেই বেশ কিছু অপশন দেখতে পাবে। যেমনঃ Cell Size, Visibility, Organize Sheet, Protection.
Cell Size সেকশন থেকে থেকে রো’এর উচ্চতা(Height) এবং কলাম এর প্রস্থ(Width) নির্ধারিত করতে পারবে।
Visibility সেকশন হতে যেকোন সেল হাইড করার প্রয়োজন হলে তা সহজেই হাইড করতে পারবে।
Organize Sheet সেকশন হতে তোমার ড্যাটা শীট খুব সহজেই ইচ্ছা মত মডিফাই করতে পারবে।
Protection সেকশন হতে তোমার ড্যাটা যদি একান্তই গোপানীয় হয় তবে তোমার শীটকে প্রাইভেসি(Privacy/Password) দিয়ে রাখতে পারবে
যেকোন সেল’কে লক করতে পারবে এবং প্রয়োজনীয় ফরম্যাট করতে পারবে।