14. Styles & Themes
এই টপিকে আমরা মাইক্রোসফট এক্সেলে Styles & Theme ফিচার্স ব্যাবহার করে আমাদের ওয়ার্কশীট ফরম্যাট করার প্রসেস’টাকে বানাবো আরো বেশী সুন্দর ও আকর্ষণীয়। আমরা পূর্বে যেসব ম্যানুয়াল ফর্ম্যাটিং টেকনিক’স দেখেছি সেইসব টেকনিক এপ্লাই করে যদিও আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে উন্নত করতে পারি। তবে ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে ম্যানুয়ালি ফরম্যাট করাটা একটু বেশী সময়ের ব্যাপার। তাই মাইক্রোসফট এক্সেলে সময় বাঁচানোর জন্য রয়েছে Styles & Theme ফিচার।
উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলস সামারি রিপোর্ট। আমরা যদি আমাদের সেলস সামারি রিপোর্ট’টা কে Styles & Theme ফিচার্স ব্যবহার করে ফরম্যাট করতে চাই তাহলে প্রথমেই আমরা যাব Home ট্যাব এর Styles গ্রুপে। এরপরে আমরা আমাদের ড্যাটা সেট এর যেটুকূ ফরম্যাট করতে চাই সেটুকু সিলেক্ট করে নিজের পছন্দমত ফরম্যাটিং করতে পারি।
Styles গ্রুপ ব্যবহার করে আমি সেলস সামারি রিপোর্টটা কে নিজের মত করে ফরম্যাট করেছি। নিচের ছবিতে দেখো। তুমিও কিন্তু তোমার পছন্দ মত তোমার ড্যাটা সেট এর আউটলোক চেইঞ্জ করতে পার।
তবে আমাদের ডিজাইন কিন্তু এখানেই শেষ নয়। আমরা এবার চাইলেই আমাদের ড্যাটা সেট এর আরো কিছু ইউনিক চেইঞ্জ আনতে পারি। আরো পরিবর্তন আনার জন্য তুমি যদি Page Layout ট্যাব টা ক্লিক কর তবে দেখতে পাবে একেবারে বাম পাশে আছে Themes নামের গ্রুপ।
এই Themes গ্রুপে আছে কিছু দারুণ ফিচার্স। তুমি যদি Themes -এ ক্লিক করো তবে দেখতে পাবে MS Excel -এর ডিফল্ট Theme টা অলরেডি সিলেক্টেড। তুমি বাকি অপশন’স গুলোতে যদি মাউস কার্সর নিয়ে যাও তবে দেখতে পাবে তোমার ড্যাটা সেট -এ ওই Theme গুলোর প্রিভিউ দেখতে পাচ্ছো।
এবার তুমি চাইলে Themes এর পাশের Color, Fonts, Effects অপশন গুলো এপ্লাই করে তোমাড় ড্যাটা শীটকে আরো বেশী আকর্ষনীয় করে তুলতে পারবে।
তোমার কাজঃ তোমার তৈরিকৃত ড্যাটা সেটটিকে Themes & Styles ফিচার্স ব্যাবহার করে আউটলোক টা চেইঞ্জ করে ফেল।