আসসালামু-অলাইকুম,কে
আপনার চ্যানেলে ৫ মিনিটের চাইতে অধিক লম্বা ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আপনার চ্যানেলটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তা না হলে আপনার ইউটিউব চ্যানেলে ৫ মিনিটের চাইতে লম্বা ভিডিও আপলোড করতে পারবেন না। তাছাড়া ভবিষ্যতে চ্যানেল মনিটাইজ করে ইউটিউব হতে আয় করার জন্য মোবাইল নাম্বার দিয়ে চ্যালেন ভেরিফাই করে নিতে হয়।
কিভাবে ভেরিফাই করবেন?
আপনার ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে ভেরিফাই করার জন্য উপরের চিত্রেরন্যায় Settings অপশনে ক্লিক করতে হবে। Settings এ ক্লিক করলে নিচের অপশন দেখতে পাবেন।
এখানে উপরের চিত্রের Channel Status and Features এ ক্লিক করতে হবে। Channel Status and Features এ ক্লিক করা মাত্র নিচের চিত্রেরন্যায় চ্যানেল ভেরিফাই করার অপশন দেখতে পাবেন।
এই অংশে উপরের চিত্রের নীল রংয়ের Verify বাটনে ক্লিক করবেন। তারপর আপনার চ্যানেল ভেরিফই করার জন্য ইউটিউব আপনাকে নিচের তথ্যগুনো ফিলআপ করার জন্য বলবে।
উপরের চিত্রের ১নং অংশে আপনার দেশ, ২নং অংশটি সিলেক্ট করে ৩নং অংশে একটি মোবাইল নাম্বার বসিয়ে ৪নং অংশের সাবমিট এ ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস পাঠানো হবে।
এখানে আপনার মোবাইলে পাঠানো কোডটি বসিয়ে দিয়ে সাবমিট এ ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। তবে আপনার মোবাইলে আসা কোডটি ভূল করলে চ্যানেল ভেরিফাই হবে না।
উপরের চিত্রে দেখুন আমার ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড দেখাচ্ছে। এখন থেকে আমি যেকোন ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারব। মন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়।