ফেসবুক মার্কেটিং Facebook Marketing হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।
ফেসবুক মার্কেটিং Facebook Marketing কেন করবেন?
আমি আগেও বলেছি ফেসবুকে প্রায় ২.২৭ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে। কেন ফেসবুক মার্কেটিং করবেন, সেটা বুঝার জন্য নিচের ফেসবুক পরিসংখ্যানটি একবার দেখে নেওয়া যাক।
উপররে চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন। আমাদের দেশে চলতি ২০২০ সালের এপ্রিল মাসে ৩,৮৪,৭৫,০০০ মানুষ ফেসবুক ব্যবহার করেছে। যেটি আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ২২.৬% এর বেশি। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৭০.৯% পুরুষ এবং ২৯.১% মহিলা, যাদের অধিকাংশ ১৮ থেকে ২৪ বছর বয়সের।
এখন আপনি নিজেই বলুন, আপনার পন্যের প্রচার করানোর জন্য কেন ফেসবুক মার্কেটিং করবেন না? আপনি ঘরে বসে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষের কাছে আপনার পন্য এর প্রচার ঘটাতে পারবেন। আমার মনেহয় পন্যের বিজ্ঞাপন বা প্রচার ঘটানোর জন্য এর চাইতে সহজ কোন উপায় আমাদের দেশে নেই।
আরও পড়ুন –
আপনার কোম্পানির নামে কোন ফেসবুক পেজ থাকলে এবং সেই পেজে প্রচুর পরিমানে লাইক থাকলে কোন টাকা পয়সা খরছ না করেই আপনি নিজে নিজে আপনার পন্যের প্রচার করতে পারবেন। তবে আপনার ফেসবুক পেজে ফ্যান ফলোয়ার না থাকলে এই কাজটি বিনা মূল্যে করতে পারবেন না। এ ক্ষেত্রে আপনাকে ফেসবুক পেড মার্কেটিং/ফেসবুক বিজ্ঞাপন এর হেল্প নিতে হবে।
কিভাবে ফেসবুক মার্কেটিং শিখবেন?
আমরা আপনার জন্য নিয়ে এসেছি ফেসবুক মার্কেটিং শেখার পেইড কোর্স যা আপনার কাজে দিবে –
আপনি চাইলে সহজেই নিচের দেয়া লিঙ্ক থেকে কোর্সটি ডাউনলোড করে এখনি শেখা শুরু করতে পারেন।
ওয়ার্নিংঃ
বর্তমান সময়ে শেখার সবচেয়ে বেশী জনপ্রিয় উপায় হচ্ছে অনলাইন কোর্স। আর এই কোর্স গুলো কিনে কাজ শিখতে অনেকে হিমশিম খায়। তাই যাদের এই কোর্স গুলো কেনার মত আর্থিক অবস্থা নেই আমরা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই এই কোর্স গুলো পাবলিশ করে থাকি। আপনার যদি কোর্স গুলো কেনার মত একটুও সামর্থ্য থাকে তবে প্লিজ আমরা অনুরুধ করছি যেই কোর্সটি করতে চান সেটির অরিজিনাল সোর্স থেকে পেমেন্ট করে কোর্সটি কিনে তারপর শেখা শুরু করুন। এতে আপনার শেখা সার্থক হবে।
Download Now