টপিক: সিভি রাইটিং।
সিভি রাইটিং এর ক্ষেত্রে আপনার যেসব বিষয় মোটামুটি ভালভাবে আইডিয়া থাকা দরকার তা হল, মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্ট। এই দুটি সফটওয়্যার প্রোগ্রাম ভাল করে জানলে সিভি বানাতে গিয়ে ঝামেলা পোহাতে হবে না। তাই এই প্রোগ্রাম দুটি জানা না থাকলে অনুরোধ থাকবে আগে এই প্রোগ্রাম দুইটা শিখেন।
.
এরপর আপনি বসে যান আপনার পিসি নিয়ে,
প্রথমে পাওয়ারপয়েন্টে সিভি বানানোর জন্য নিচের লিংক থেকে সাদমান সাদিক এর এই টিউটোরিয়াল টা ফলো করতে পারেন।
পাওয়ারপয়েন্ট সিভি রাইটিং লিংক : https://youtu.be/z5R5npG58UU
.
এবার, আপনি আপনার সিভিতে কি লিখবেন এবং কি তথ্য দিবেন। এবং কি কি তথ্য দিলে আপনার সিভি টা বেশী ইফেক্টিভ হবে, আকর্ষণীয় হবে। এগুলো জানার নিচের লিংক থেকে জন্য ১০ মিনিট স্কুলের এই লাইভ ক্লাস টি করে ফেলুন।
লাইভ ক্লাস লিংক: https://youtu.be/mTTp8KyMG4w
.
আপনি আপনার সিভিটা কিভাবে আরো ভালভাবে এডিট করবেন। কোথায় কি কালার, ফন্ট, শেইপ(shape) ব্যবহার করবেন এগুলো জানার জন্য নিচের লিংক থেকে আয়মান সাদিক এর প্লেলিস্ট ভিডিও গুলো ফলো করুন।
প্লেলিস্ট ভিডিও লিংক: .
.
আপনার যদি আরো বেটার আইডিয়া প্রয়োজন হয় অথবা আরো ইফেক্টিভ /এডভান্স মুড নিয়ে যদি সিভি তৈরি করতে চান তাহলে সময় করে গোলাম সামদানি ডন এর ভিডিও প্লেলিস্ট টা ফলো করতে পারেন। আমি নিশ্চিত এই টিউটোরিয়াল গুলো ফলো করলে আপনি সিভি বানানোর বস হয়ে উঠবেন।
গোলাম সামদানি ডন এর ভিডিও প্লেলিস্ট লিংক: .
.
কিপ প্র্যাক্টিসিং।
বি স্কিলড।
হ্যাপি লার্নিং।
.
ধন্যবাদান্তে,