Bangla typography Course free – বাংলা টাইপোগ্রাফি কোর্স ফ্রি ডাউনলোড

Bangla-typography

হ্যালো সবাইকে। ডিজাইন কে অনেক বেশি আকর্ষণীয় করতে Bangla typography বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ডিজাইনিং মাধ্যম। আর এজন্যই দিনদিন বাংলা টাইপোগ্রাফি এর চাহিদা অনেক বেশী বেড়ে চলেছে। আর ইলাস্ট্রেশন এর ক্ষেত্রে বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করে বর্তমান সময়ে অনেকে ফ্রিল্যান্সিং করে বেশ ভাল পরিমাণ টাকা পয়সা ইনকাম করছেন। আপনি যদি Bangla typography শিখে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে নিজের স্কিল দিয়ে ইনকাম করতে চান তবে এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব টাইপোগ্রাফি এর জন্য একটি স্পেশাল কোর্স। চলুন শুরু করি। 

Bangla typography – বাংলা টপোগ্রাফি কি?

ডিজাইন  বা ইলাস্ট্রেশন কে স্টাইলিশ ফন্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলতে যে কাস্টম বাংলা ফন্ট ডিজাইন করা হয় সেটি মূলত Bangla typography। বিভিন্ন রকমের লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন,  সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন,  ইত্যাদি সহ আরো বিভিন্ন রকমের ডিজাইনের ক্ষেত্রে বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করা হয়।  বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করার মাধ্যমেই আমাদের বাংলাদেশী ডিজাইনগুলো কে খুব আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলা যায়। 

Bangla typography font

ডিজাইন করার জন্য অনেকগুলো Bangla typography font রয়েছে যেগুলো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন পাওয়া যায়।  আপনি যদি ডিজাইন করতে না পারেন বা বাংলা টাইপোগ্রাফি বানাতে না পারেন তবে সেসব ওয়েবসাইট থেকে বাংলা টাইপোগ্রাফি ফন্ট ডাউনলোড করে অথবা টাকা দিয়ে কিনে আপনি আপনার ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। 

আমি আপনার সাথে শেয়ার করব তেমনই বেশ কিছু বাংলা টাইপোগ্রাফি ফন্ট এর ওয়েবসাইট যেগুলো থেকে ফ্রিতে এবং প্রিমিয়াম ভাবে আপনি বিভিন্ন ফন্ট ডাউনলোড করতে পারবেন বা কনতে পারবেন। 

চলুন দেখে নেই তেমনই কিছু ওয়েবসাইট  –

  1. লিপিঘর.কম
  2. চিত্রলিপি.কম 
  3. অক্ষর৫২.কম
  4. বেঙ্গলফন্টস.কম
  5. ফন্টবিডি.কম

এই ওয়েবসাইট গুলোতে আপনি পাবেন হাই কোয়ালিটি বাংলা টাইপোগ্রাফি ফন্ট ফ্রি’তে এবং প্রিমিয়াম গুলো টাকা দিয়ে কিনে ব্যবহার করতে পারবেন।

Bangla typography Course free

এবার যদি মনস্থির করেন আপনি নিজেও শিখে ফেলবেন বাংলা টাইপোগ্রাফি ফন্ট ডিজাইন করা। তাহলে এবার নিচে আসুন। আমি আপনার সাথে শেয়ার করেছি একটি স্পেশাল Bangla typography course . যেটির মাধ্যমে আপনি চাইলে সহজেই বাংলা টাইপোগ্রাফি শিখতে পারবেন।  এই কোর্স এর মধ্যে রয়েছে বাংলা টাইপোগ্রাফি এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডেভেলপমেন্ট টিপস এবং টিউটোরিয়াল। 

সেই সাথে আপনার ডিজাইনকে কিভাবে আকর্ষণীয় করে তুলবেন বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করার মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই Bangla typography course -এ। লোকাল ডিজাইন করার ক্ষেত্রে বাংলা টাইপোগ্রফি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং আরো বেশি জানতে পারবেন বাংলা টাইপোগ্রাফি এর সঠিক ব্যবহার সম্পর্কে। 

 তাই নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন Bangla typography ফ্রি প্রিমিয়াম কোর্সটি – 

ডাউনলোড লিঙ্ক- বাংলা টাইপোগ্রাফি কোর্স

পরিশেষ –

আশা করি এই ব্লগটি আপনাদের ভাল লেগেছে। যদি একটুও উপকার পেয়ে থাকেন বাংলা টাইপোগ্রাফি কোর্সটি করার মাধ্যমে। তবে প্লিজ শেয়ার করবেন এবং কোন জিজ্ঞাসা বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।