আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে BDSkills -এ ভিজিট করেনা ।তাই আপনাকে BDSkills তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই BDSkills এর সাথেই থাকুন ।
ঘরে বসে আয়ের ৫ সহজ উপায়
বর্তমানে এই অনলাইনের যুগেও বেকারত্বের হারও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে আবার ইনকামের নতুন পথ খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। অনেকেই আছে চাকরি বা ইনকামের পথ থাকা সত্ত্বেও বাড়তি ইনকামের বাইরে জন্য বিভিন্ন কাজ খোঁজেন।আমাদের সমাজে অনেক মানুষ আছে পড়াশোনা করে বাড়িতে বসে আছে কোন কাজ করছেনা৷
যে ব্যক্তিটা বেকার বসে আছে সে হয়তো ভালো করে লেখাপড়া করেনি কোন মতে সাটিফিকেট গুলো অর্জন করেছে।এখন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বারবার অকৃতকার্য হচ্ছে আবার অনেক মেধাবী শিক্ষার্থী আছে যায়া টাকার কারণে পড়াশোনা করতে পারছেনা বা চাকরিতে যোগ দিতে পারছেনা। কারণ এই যুগে মেধাবী থাকলেও টাকা ছাড়া চাকরি হয়না।
আমাদের দেখা এমন অনেক মানুষ আছে যায় পড়াশোনা করার পরেও রিকশা চালায় পরিবারের দিকে তাকিয়ে। কি করবে বেঁচে থাকতে হলে তো টাকা লাগবে আর টাকা তো আর কেউ এমনি এমনি দিবেনা এর জন্য কাজ করতে হবে। এখন আপনার যদি এমন পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে ইনকামের কাজ করতে পারেন। আসলে অনেক আছে এই রকম অনেক আর্টিকেল ভিডিও দেখেছে কিন্তু কাজ হচ্ছেনা। আসলে কাজ হবে কমনে কাজতো আগে শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে।
আজকে এ রকমি কিছু ইনকাম উপায় নিয়ে কথা বলবো চলুন শুরু করা যাক।
১। অনলাইন টিউটর
Tutorme.com
Tutors.com
Vipkid.com
Skooli.com
উল্লেখিত এসব ওয়েবসাইটে কোন কোনটিতে ব্যাচেলর ডিগ্রি বা অন্যান্য টিচিং লাইসেন্স চাওয়া হতে পারে। এগুলো আপনাকে দিয়ে তার আপনার কাজ শুরু করতে হবে।
২। ওয়েব ডিজাইনার

৩। হাতে তৈরি জিনিসপত্র বিক্রি

৪। ভার্চুয়াল এসিট্যান্ট

৫। কাস্টমার সার্ভিস
এখন বড় বড় অনলাইন কোম্পানির কাস্টমার কেয়ার সার্ভিস বহাল রাখার জন্য অনেক কর্মীর দরকার হয়। আপনার যদি ভালো কম্পিউটার থাকে বাসায় কোলাহল না থাকে এবং ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি তেমন কোন ঝামেলা নেই শুধু গ্রাহকদের সাথে কথা বলা এবং তাদের সমস্যা সমাধান করা।
তো এই ছিল আজকের আর্টিকেল আসলে কাজ শুরু করে চেষ্টা না করলে বুঝা যায়না কাজটি সহজ না কঠিন।আর কাজের মধ্যে সমস্যা থাকবে তাই বলে কাজ ছেড়ে পালতে হবে এমনটি নয়। আমরা অনেকেই আছি কাজ শুরু করবো করবো বলে আর শুরু করা হয়না সেজন্য সেই কাজ করা করা হয়না।