Let’s be real.
আমরা বিশ্বাস করি—দক্ষতাই এখন সবচেয়ে বড় পাওয়ার।
ঐ যে একটা ডিগ্রি নিয়ে জবের জন্য ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা খয়য়ে ফেলা? That’s giving boomer energy.
সত্যি হলো, আজকের দুনিয়ায় কোম্পানিগুলো দেখতে চায় আপনি আসলে কী করতে পারেন। আপনার এক্সেল শিট গোছানো কিনা, আপনি AI দিয়ে কাজ বের করতে পারেন কিনা, বা ডেটা দেখে বলতে পারেন কিনা বিজনেসে কী করা উচিত।
আমরা “BD Skills” শুরু করেছি কারণ আমরা এই গ্যাপটা বুঝি। আমরা সেইসব বোরিং, থিওরি-ভরা কোর্স থেকে বের হয়ে আসতে চেয়েছি যা দেখে ঘুম আসে।
Our mission? No fluff, just skills. 💯
The Main Vibe We’re On:
আমরা শুধু একটা ‘কোর্স সেলিং’ প্ল্যাটফর্ম না। আমরা একটা কমিউনিটি বানাচ্ছি।
আমাদের ভিশন: এমন একটা বাংলাদেশ, যেখানে সবাই নিজের স্কিলের জোরে গ্রো করছে। যেখানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি ঘামছেন না, কারণ আপনি জানেন আপনার কী করা লাগবে। We’re here to give you that “main character energy” for your career.
What You Get (The Good Stuff):
- 🎓 No-Fluff Learning: আমাদের কোর্সগুলো স্ট্রেট টু দ্য পয়েন্ট। কোনো গেটকিপিং (gatekeeping) নাই। যা শিখলে রিয়েল লাইফে কাজ হবে, শুধু তাই।
- 🚀 Project-Based Everything: ভিডিও দেখে ঘুমাবেন না। আপনি রিয়েল প্রজেক্ট বানাবেন। এমন প্রজেক্ট, যা আপনি আপনার সিভিতে বা পোর্টফোলিওতে শো-অফ করতে পারবেন।
- ✨ Skills That Actually Pay: আমরা ফোকাস করি সেইসব টপিকে যা এখন ‘হাইপ’ (hype) এবং ডিমান্ডে আছে:
- ডেটা ভাইবস: এক্সেল, ডেটা অ্যানালাইসিস, ড্যাশবোর্ড (যা দেখতেও সুন্দর)।
- রিসার্চ হ্যাকস: কীভাবে আপনার রিসার্চ, থিসিস, সায়েন্টিফিক পেপার সাজাবেন।
- AI for Real Life: AI দিয়ে শুধু ছবি বানানো না, রিয়েল কাজ (লাইক, রিপোর্ট লেখা বা ম্যানেজমেন্ট) করা।
- 👩🏫 Taught by Pros (Not Randoms): আমাদের ইন্সট্রাকটররা নিজেরা এই ফিল্ডে কাজ করে, তাই তারা জানে মার্কেটে কী চলছে।
Ready to Glow Up Your Career?
স্টিভ জবস বলে গেছেন “Stay hungry, stay foolish.” আমরা বলি: “Stay skilled, stay relevant.”
আপনার পটেনশিয়ালকে আর ‘স্লিপ’ (sleep) মোডে রাখবেন না।