লেখালেখি করে আয় ২০২১ , পেমেন্ট বিকাশে। ঘরে বসে আয় করুন বিকাশে পেমেন্ট নিন।

আপনি কি লেখালেখি করে আয় করতে আগ্রহী? আপনার যদি আর্টিকেল লেখায় পারদর্শিতা থাকে তবে এই পোস্টটি আপনার জন্য। আপনি চাইলে এখন – এই মূহুর্ত থেকেই আর্টিকেল লিখে আয় করতে পারবেন। জি হ্যাঁ! এই মূহুর্ত থেকে। বিডি স্কিলে আর্টিকেল লিখে আয় করতে পারবেন। পেমেন্ট বিকাশে নিতে পারবেন।  যদিও ইংরেজি কন্টেন্ট রাইটিং এর মত খুব বেশী আর্নিং হবে না। তবে যদি সখের বসে সপ্তাহের ইন্টারনেট এর খরচাটাও উঠিয়ে ফেলা যায় তবে মন্দ কি?

 

বিডি স্কিল এমন একটি লেখালেখি করে আয় করার ওয়েবসাইট। যেখানে, লেখকগণের লেখা তাদের নাম, ছবি, এবং বায়োগ্রাফি সহ প্রকাশ করা হয়। এবং সেই সাথে “ব্লগার” পদবীটাও যুক্ত করতে পারবেন আপনার পোর্টফোলিও তে। সব মিলিয়ে যারা ভালো লিখেন এবং নিয়মিত লিখেন তারা বিডি স্কিল থেকে ভাল পরিমাণ একটা এমাউন্ট আয় করতে পারবেন।

 

বিডি স্কিল থেকে লেখালেখি করে কিভাবে আয় করবেন ?

আপনি যদি বিডি স্কিল থেকে লেখালেখি করে আয় করতে চান তবে তার জন্য আপনার কোন একাডেমিক ডিগ্রীর প্রয়োজন নেই। আমরা আপনার স্কিলকে মূল্যায়ন করব। আপনার যদি আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকে তবে আপনার জন্যই আমরা অধীর আগ্রহে বসে আছি। আপনার ইন্টারনেট কানেকশন, একটা ফোন অথবা ল্যাপটপ থাকলেই আপনি খুব সহজে বিডি স্কিল ওয়েবসাইটে একাউন্ট করে লেখালেখি করে টাকা আয় করতে পারবেন।

কি কি বিষয়ে লিখে বিডি স্কিল থেকে আয় করবেন?

আপনি চাইলেই আপনার স্কিল অনুযায়ী লিখতে পারেন। আমরা কিছু ক্যাটেগরি সাজিয়েছি। আপনি চাইলে নিম্নোক্ত ক্যাটেগরিগুলো -তে লিখতে পারবেন –

সকল ক্যাটেগরি

পড়াশোনার টিপস ব্লগিং
হ্যাকিং স্কিল ডেভেলপমেন্ট
লাইফ হ্যাক’স ক্যারিয়ার
অনলাইন ইনকাম ওয়েবসাইট
ইউটিউব ওয়ার্ডপ্রেস
এস.ই.ও ডিজিটাল মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেইল মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিং অনলাইন ব্যবসা, ই-কমার্স
কম্পিউটার ও মোবাইল সফটওয়্যার
ক্রিপ্টোকারেন্সি অনলাইন ট্রেডিং
টেকনোলজি নেটওয়ার্ক
ইন্টারনেট অফার সিম কার্ড অফার
সাইবার নিরাপত্তা ডাটা রিকভারী
বিজ্ঞান বিদেশে উচ্চ শিক্ষা
বীমা /ইন্সুরেন্স, আইন নোটারী
মর্গেজ ব্যাংকিং
ভিসা কার্ড মাস্টার কার্ড
সাকসেস স্টোরি ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স
এছাড়াও এসকল ক্যাটেগরির বাইরে অন্য কোন বিষয়ে আপনার স্কিল ভাল থাকলে সেই বিষয়েও লিখতে পারেন। আমরা আপনার লেখা পর্যালোচনা করে পাবলিশ করব।

লেখালেখি করে আয় করার মধ্যম –

বিডি স্কিলে লেখার জন্য প্রথমে আপনাকে একজন রেজিস্টারড্‌ মেম্বার হতে হবে। মেম্বার হওয়ার পর নিম্নোক্ত উপায়ে লেখালেখি করে আয় করতে পারবেনঃ

আর্টিকেল পাবলিশ হওয়ার শর্তসমুহঃ

১। আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না। কপি লেখা পাবলিশ করলে চিরজীবনের জন্য বিডি স্কিল ওয়েবসাইট থেকে মেম্বারশিপ হারানোর সম্ভাবনা থাকবে।
২। আর্টিকেল কমপক্ষে ৭০০ ওয়ার্ড এর হতে হবে।
৩।একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে। ফিচার ইমেজ অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে। সম্ভব হলে নিজে ডিজাইন করে দিবেন। এবং ইমেজের ভেতর বাংলা টেক্সট এড করতে হবে।
৪। আপনার আর্টিকেলটি বাংলা ভাষায় লেখা থাকতে হবে।

কত টাকা সম্মানী পাবেন?

বিডি স্কিলে প্রকাশিত প্রতিটি লেখায় একটা নির্দিষ্ট পরিমান টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বলে রাখা ভাল যে, আপনার আর্টিকেল লেখার মান ভাল হলে নির্ধারিত সম্মানীর সাথে বাড়তি কিছু বোনাস পাবেন।

আপনার লেখাটি যদি আমাদের সম্পাদন না করতে হয়, পুনরায় ফরম্যাটিং না করতে হয়, ছবি যুক্ত করতে না হয়, যদি এসইও ফ্রেন্ডলি লেখা হয়, প্রয়োজনীয় ইন্টারনাল লিংক গুলো যদি বিল্ড করে দেন। লেখাটি যদি দ্রুত পাবলিশ কর যায় তবে আমরা আপনাকে এক্সট্রা বোনাস দিতে কার্পুন্য করব না।

এসইও সম্পর্কে ধারণা না থাকলে নিচের পোস্ট গুলো পরতে পারেন – 

প্রতি লেখায় নির্ধারিত সম্মানী-

১। ৭০০ শব্দের জন্য ৩০ টাকা

২। ১০০০ শব্দের জন্য ৫০ টাকা

৩। ১৫০০ শব্দের জন্ন্য ৭৫ টাকা

৪। ২০০০ শব্দের জন্ন্য ১০০ টাকা

প্রশ্নঃ আমি দিনে কয়টা আর্টিকেল সাবমিট করতে পারব?

উত্তর – আমরা কোন সীমাবদ্ধতা দেইনি। আপনি যতখুশি লিখতে পাবেন।

প্রশ্নঃ আর্টিকেল কি সিরিয়াল মোতাবেক প্রকাশ করা হয়?

উত্তর- হ্যাঁ। তবে আপনার আর্টিকেল যদি হয় ইউনিক, এস ই ও ফ্রেন্ডলি, ডিমান্ডিং তাহলে আমরা দ্রুত পাবলিশ করতে চাই। মূলকথা, লেখার মানের সঠিক মূল্যায়ন করাই আমাদের লক্ষ। ভালো লেখকদের সঠিক মূল্যায়ন করতে হবে ইনশাআল্লাহ্‌।

প্রশ্নঃ পেমেন্ট কি সাথে সাথেই নাকি কোন সীমাবদ্ধতা আছে?

উত্তর- আপনি চাইলে একটা লেখা পাবলিশ করেও নির্ধারিত সম্মানী নিতে পারেন অথবা কয়েকটা লেখা পাবলিশ করার পর একসাথে টাকা নিতে পারেন। তবে আমরা প্রতিটি লেখার সাথে সাথেই পেমেন্ট নেয়ার জন্য রিকমেন্ড করি।

প্রশ্নঃ লেখার সম্মানী এত কম কেন?

উত্তরঃ লেখার সম্মানী কম না। আমরা আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে টাকা দিচ্ছি। আপনার যদি আপনার যদি ভাল স্কিল থাকে তবে আপনার সর্বনিন্ম ৭০০ ওয়ার্ড এর একটা পোস্ট লিখতে ৩০ মিনিট সময়ও লাগবে না। তাই আমাদের মতে পেমেন্ট যথেষ্ট। তবে লেখার মান ভাল হলে অবশ্যই বাড়তি পেমেন্ট পাবেন

লেখার সম্মানী যেভাবে পাবেন-

  • প্রথমে পাবলিশ হওয়া লেখাটি আপনার পারসোনাল ফেওসবুক আইডিতে প্রাইভেসি পাবলিক করে শেয়ার করতে হবে।
  • আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে বিডি স্কিল কমিউনিটি গ্রুপে জয়েন করুন।
  • আমরা পাবলিশ হওয়া প্রতিটি লেখা আমাদের ফেসবুক পেইজ এবং টুইটারে শেয়ার করে থাকি। আপনি আপনার লেখা শেয়ার করার পর তা স্ক্রিনশট নিয়ে বিকাশ নাম্বার সহ আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন।
  • উল্লেখ্য – আপনি শুধুমাত্র বিকাশ এবং নগদে আপনার সম্মানী নিতে পারবেন।
  • আমরা মূলত যতোটুকু সম্ভব সাথে সাথে পেমেন্ট দিয়ে থাকি। তবে খুব বেশী দেরি হলেও কারণ ব্যাখ্যা করে আপনাকে টাইম নির্ধারিত করে দেয়া হবে।

এছাড়াও আপনার কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন – Contact Us