BD Skills
  • ডিজিটাল স্কিল
    • এসইও (SEO)
    • ওয়েব ডেভেলপমেন্ট
    • প্রোগ্রামিং
    • মাইক্রোসফট অফিস
      • মাইক্রোসফট এক্সেল
      • মাইক্রোসফট ওয়ার্ড
      • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • ফ্রি পেইড কোর্স
  • ফ্রি PDF বই
  • চাকরির বিজ্ঞপ্তি
    • প্রাইভেট চাকরি
    • সরকারী চাকরী
  • অনলাইন ইনকাম
  • আরও ক্যাটেগরি
    • ইউটিউব গাইড
    • টিপস & হ্যাকস
    • প্রযুক্তি কথা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যবসা
    • ব্লগিং
    • লাইফস্টাইল
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
  • ডিজিটাল স্কিল
    • এসইও (SEO)
    • ওয়েব ডেভেলপমেন্ট
    • প্রোগ্রামিং
    • মাইক্রোসফট অফিস
      • মাইক্রোসফট এক্সেল
      • মাইক্রোসফট ওয়ার্ড
      • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • ফ্রি পেইড কোর্স
  • ফ্রি PDF বই
  • চাকরির বিজ্ঞপ্তি
    • প্রাইভেট চাকরি
    • সরকারী চাকরী
  • অনলাইন ইনকাম
  • আরও ক্যাটেগরি
    • ইউটিউব গাইড
    • টিপস & হ্যাকস
    • প্রযুক্তি কথা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যবসা
    • ব্লগিং
    • লাইফস্টাইল
    • সোশ্যাল মিডিয়া
No Result
View All Result
BD Skills
No Result
View All Result

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২(PDF)

December 15, 2022
in মেডিকেল
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২২(PDF)

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর সরকারি বেসরকারী মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি হবে এইচএসসি পর্যায়ের পূর্ণাঙ্গ সিলেবাসে। তাই আজ আমরা কোর্সটিকায় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো।

এখানে আমরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সমাধান শেয়ার করছি। আমরা আশা করছি এ প্রশ্নগুলো সলভ করলে তোমরা পরীক্ষার প্রস্তুতি অনেকটা এগিয়ে যেতে পারবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন

১. কোনটি প্রোক্যাম্বিয়াম সৃষ্টি হয় না?
উত্তর: কর্টেক্স।

২. সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন যে কোনটি?
উত্তর: NADPH2 ও ATP.

৩. নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয়?
উত্তর: জাইগোস্পোর।

৪. ‘মাস্টার ব্লু-প্রিন্ট’ বলা হয় কোনটিকে?
উত্তর: Genome.

৫. কোন উদ্ভিদটি লোনা পানিতে জন্মায় না?
উত্তর: বাবলা

৬. মুখ বিবরে ‘র‌্যাডুলা’ নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে?
উত্তর: Mollusca.

৭. হাইড্রার বহিঃত্বক সমগ্র জুড়ে অবস্থান করে কোনটি?
উত্তর: পেশি আবরণী কোষ।

৮. ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?
উত্তর: র‌্যাবডেম।

৯. রুই মাছের আইশ কোন ধরনের?
উত্তর: সাইক্লয়েড।

১০. করোটিক স্নায়ুর কাজ র্সম্পকিত নিচের কোন তথ্যটি সঠিক নয়?
উত্তর: হাইপোগ্লোসাল – স্বাদ গ্রহণ।

১১. ‘ব্যাঙের শীতনিদ্রা’ কোন ধরনের ট্যাক্সিনের উদাহরণ?
উত্তর: ঋণাত্বক থার্মোট্যাক্সিস।

১২. কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়?
উত্তর: সক্রিয় প্রতিরক্ষা।

১৩. কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়?
উত্তর: থ্যালামাস।

১৪. চোখের রেটিনার ভিতর সবচেয়ে আলোক সংবেদী অংশের নাম কি?
উত্তর: পীত বিন্দু।

১৫. রক্তে CO2 পরিবহনের মাধ্যম নয় কোনটি?
উত্তর: কার্বন মনোঅক্সাইড।

১৬. মানবদেহে সবচেয়ে ছোট অনাল গ্রন্থি কোনটি?
উত্তর: পিটুইটারী।

১৭. নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়?
উত্তর: অ্যালভিওলার নালী।

১৮. হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ?
উত্তর: Basophil.

১৯. হৃদপিন্ডের কোন কপাটিকায় তিনটি কাস্প থাকে না?
উত্তর: বাম এন্ট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা।

২০. কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রনে ভূমিকা রাখে?
উত্তর: নিম্নচাপ ব্যারোরিসেপ্টর।

২১. কোনটি মানুষের মুখমন্ডলীয় অস্থি নয়?
উত্তর: এমথয়েড অস্থি।

২২. ঐচ্ছিক পেশী নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে?
উত্তর: টেনডন।

২৩. কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
উত্তর: অ্যালডোস্টেরন।

২৪. কোন অঙ্গাণুটি কোষে ‘Translation’ প্রক্রিয়ার সাথে জড়িত?
উত্তর: Ribosome.

২৫. মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়?
উত্তর: Anaphase .

২৬. গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি?
উত্তর: একে আকের চিনি বলা হয় ও ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না।

২৭. কোনটি RNA ভাইরাসের উদাহরণ নয়?
উত্তর: Variola virus .

২৮. কোনটি বাদামী শৈবালের সঞ্চিত খাদ্য নয়?
উত্তর: স্টার্চ।

২৯. ‘প্রটোনেমা’ কোন উদ্ভিদে পাওয়া যায়?
উত্তর: মস।

৩০. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতজীবী উদ্ভিদ কোনটি?
উত্তর: Wolffia.

৩১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ২০১৬ সালে ওষুধ প্রতিরোধী কোন রোগের ‘ চিকিৎসার নির্দেশিকায় ’ বাংলাদেশে উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেয়া হয়েছে?
উত্তর: কলেরা।

৩২. কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে?
উত্তর: Na.

৩৩. কোনটি ভারী ধাতুর উদাহরণ?
উত্তর: Zn.

৩৪. পর্যায় সারণীর কোন মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়?
উত্তর: ২য় ও ৩য় পর্যায়ের মৌল সমূহ।

৩৫. অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি?
উত্তর: SiO2

৩৬. কত তাপমাত্রায় তুঁতে সাদা আনাদ্র কপার সালফেটে রুপান্তরিত হয়?
উত্তর: ২৬০°।

৩৭. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
উত্তর: ৫৫ %

৩৮. চশমার লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়?
উত্তর: Flint glass.

৩৯. শতভাগ রিসাইকেল করা যায় নিচের কোনটি?
উত্তর: তামা।

৪০. পাইনওয়েলে নিচের কোন উপাদানটি থাকে?
উত্তর: টারপিনল।

৪১. কোন রাসায়নিক বিক্রিয়াটির ব্যবহার সঠিক?
উত্তর: 1, 1, 2 – ট্রাইক্লোরোইথেন – ড্রাইওয়াশ।

৪২. পাকা কলায় নিচের কোনটি থাকে?
উত্তর: পেন্টাইল এসিটেট এস্টার।

৪৩. ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কী উৎপন্ন হয়?
উত্তর: NaCl.

৪৪. হেয়ার ওয়েলের ইমালসিফাইয়ার রুপে নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: অলিক এসিড।

৪৫. পানির গলন তাপ কত?
উত্তর: + 6 KJmol-1.

৪৬. কোনটি ‘ ডেটল ’ এর উপাদান নয়?
উত্তর: পিকরিক এসিড।

৪৭. একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 mg/dl হলে , mmol/L এককে এর মান কত?
উত্তর: 10.56 mmol/L .

৪৮. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ , বায়ুমন্ডলের কোন স্তরে বাঁধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?
উত্তর: আয়োনোস্পিয়ার।

৪৯. কোন একটি নমুনা পানির BOD ( Biochemical Oxygen Demand. 3 mg/L নমুনা পানিটি সর্ম্পকে কোনটি সঠিক?
উত্তর: মোটামুটি ভালো।

৫০. কোনটির কার্যকরী মূলক সঠিক?
উত্তর: কিটোনঃ -CO-

৫১. নাড়ানী হিসেবে গ্লাস রডের বিকল্প নিচের কোনটি?
উত্তর: টেফলন রড।

৫২. স্পিরিট ল্যাম্প সর্ম্পকে সত্য কোনটি?
উত্তর: শিখার তাপমাত্রা কম।

৫৩. লিভার সিরোসিস করতে পারে নিচের কোনটিতে?
উত্তর: হ্যালোজেনযুক্ত যৌগ।

৫৪. Ca (OH.2) দ্রবণ চোখে পড়লে কোন দ্রবণ দিয়ে ধুতে হয়?
উত্তর: H3BO3 দ্রবণ।

৫৫. ‍নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
উত্তর: তাপমাত্রা।

৫৬. মঙ্গল গ্রহের ব্যাস 60000km। এর পৃষ্ঠে g এর মান 3.8ms-2 হলে মঙ্গল গ্রহ থেকে কোন বস্তুর মুক্তি বেগ কত?
উত্তর: 4.77 kms-1

৫৭. পারদের রেখা বর্ণালিতে কোন রংটি সুস্পষ্ট ভাবে পাওয়া যায়?
উত্তর: কমলা।

৫৮. পর্যায়কাল ও বল দ্রুবকের মধ্যে সর্ম্পক সূচক সমীকরণ কোনটি?
উত্তর: T α 1/ √K

৫৯. তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নেই?
উত্তর: চাপ।

৬০. শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?
উত্তর: স্বরকম্প।

৬১. কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য?
উত্তর: বড় উন্মেষের দর্পণ ব্যবহৃত হয়।

৬২. তেজস্ক্রিয়তার SI unit একক কোনটি?
উত্তর: বেকরেল।

৬৩. অডিটরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: আলোকতড়িৎ কোষ।

৬৪. গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?
উত্তর: গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য।

৬৫. কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
উত্তর: এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।

৬৬. কম জায়গায় বেশি জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়?
উত্তর: ইলেকট্রালাইটিক ধারক।

৬৭. চৌম্বক সর্ম্পকিত নিচের কোন এককটি সঠিক?
উত্তর: চৌম্বক ক্ষেত্র – টেসলা।

৬৮. আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে না?
উত্তর: চুম্বকের আপেক্ষিক বেগ।

৬৯. কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন?
উত্তর: কোপার্নিকাস।

৭০. ইন্টিগ্রেটেড সার্কিড সর্ম্পকে সত্য নয় কোনটি?
উত্তর: Blank.

৭১. একটি দন্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10cm ও প্রকৃতমান 10.40cm হলে, পরিমাপে ত্রুটি কত?
উত্তর: 3.84 %.

৭২. নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র?
উত্তর: P + Q = Q + P.

৭৩. একটি বন্দুকের গুলি কোন কাঠের তক্তার মধ্যে 0.56 m প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়। গুলিটি তক্তার মধ্যে আর কত খানি প্রবেশ করতে পারবে?
উত্তর: 0.187 m .

৭৪. কোন গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে ঐ গ্যাসের ত্বরণের অবস্থান কী হবে?
উত্তর: ত্বরণ বৃদ্ধি পাবে।

৭৫. কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়?
উত্তর: ঘর্ষণ বল।

৭৬. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল , ১৯৭১।

৭৭. ‘ Poll took place peacefully _______ the country ‘. Fill up the blank with correct option .
উত্তর: across .

৭৮. ” আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ ” Which one is the correct English translation?
উত্তর: I am very grateful to you .

৭৯. ‘একজন নতুন শিক্ষষার্থীকে ডাক্তার হবার জন্য পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়।’ Which one is correct English translation?
উত্তর: An entrant will have to require to work hard for five years to become a physician .

৮০. Which one is the correct from the sentence?
উত্তর: Mathematics is a subject of study in any school .

৮১. The antonym of ‘well mannered’ is –
উত্তর: Sassy .

৮২. Choose the correct sentence from the below –
উত্তর: Man proposes but god disposes .

৮৩. The antonym of ‘revenge’ is –
উত্তর: Grace .

৮৪. Choose the correct preposition for the following sentence . ‘He lives ______ honest means ‘.
উত্তর: by .

৮৫. What is the synonym of ‘exhausted’?
উত্তর: Drained .

৮৬. ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ Which one is the correct English translation?
উত্তর: Where there is a will , there is a way .

৮৭. Which one is the correct from the sentence?
উত্তর: I forbade him to go.

৮৮. ‘Pragmatic’ শব্দের অর্থ কি?
উত্তর: বাস্তবধর্মী।

৮৯. He was wise enough to accept the other . Here ‘ enough ‘ is –
উত্তর: Adverb.

৯০. What is the adjective form of the word ‘ home ‘?
উত্তর: Homely.

৯১. ‘ War and Peace ‘ – গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Leo Tolstoy .

৯২. World Wide Web ( WWW) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: টিম বার্নাস লি।

৯৩. BIMSTEC কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: অর্থনৈতিক।

৯৪. নিচের কোনটি এশিয়া কাপ ২০১৮ তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে?
উত্তর: অধিনায়কের অসামান্য দৃঢ়তা।

৯৫. কোন তারিখটি ‘ বিশ্ব তামাক মুক্ত দিবস ’ হিসেবে পালিত হয়?
উত্তর: ৩১ মে।

৯৬. নিচের কোন জোড়াটি , আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা?
উত্তর: রাঙ্গামাটি ও নারায়নগঞ্জ।

৯৭. ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা – চরণের রচয়িতা কে?
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়।

৯৮. কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালে।

Related Posts

No Content Available
Next Post
বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন ২০২৩

বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন (PDF) ২০২৩

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • ডিজিটাল স্কিল
    • এসইও (SEO)
    • ওয়েব ডেভেলপমেন্ট
    • প্রোগ্রামিং
    • মাইক্রোসফট অফিস
      • মাইক্রোসফট এক্সেল
      • মাইক্রোসফট ওয়ার্ড
      • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • ফ্রি পেইড কোর্স
  • ফ্রি PDF বই
  • চাকরির বিজ্ঞপ্তি
    • প্রাইভেট চাকরি
    • সরকারী চাকরী
  • অনলাইন ইনকাম
  • আরও ক্যাটেগরি
    • ইউটিউব গাইড
    • টিপস & হ্যাকস
    • প্রযুক্তি কথা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ব্যবসা
    • ব্লগিং
    • লাইফস্টাইল
    • সোশ্যাল মিডিয়া

© 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.