অনার্স বাংলা ২য় বর্ষ মধ্যযুগের কবিতা সাজেশন

অনার্স বাংলা ২য় বর্ষ মধ্যযুগের কবিতা সাজেশন

অনার্স বাংলা ২য় বর্ষ মধ্যযুগের কবিতা সাজেশন
বিষয় কোড: ২২১০০৩

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. চণ্ডীমণ্ডল কাব্যের আদিকবি কে?
উত্তর: চণ্ডীমণ্ডল কাব্যের আদিকবি মানিক দত্ত।

২. ‘কবিকঙ্কন’ কোন কবির উপাধি?
উত্তর: ‘কবিকঙ্কন’ কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি।

৩. কালকেতুর পিতার নাম কী?
উত্তর: কালকেতুর পিতার নাম ধর্মকেতু।

৪. কালকেতুর নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয়?
উত্তর: কালকেতুর নাম ধারণ করে পৃথিবীতে স্বর্গের নীলাম্বড় জন্ম নেয়।

৫. ফুল্লরা কীসের প্রতিক?
উত্তর: ফুল্লরা দুঃখীনি নারীর প্রতিক।

৬. কালকেতু কার সহযোগিতায় কারামুক্ত হয়?
উত্তর: কালকেতু দেবীর সহযোগিতায় কারামুক্ত হয়?

৭. চেতিশা কী?
উত্তর: চৌতিশায় একাধিক চরণে প্রথম শব্দটি একই বর্ণ দ্বারা গঠিত হয়। বাংলা বর্ণমালার মধ্যে চৌতিশ বর্ণমালা বা অক্ষর ব্যবহার করে রচিত খ- কবিতাকে চৌতিশ বলা হয়।

৮. ভারতচন্দ্রের জীবনকাল কত?
উত্তর: ভারতচন্দ্রের জীবনকাল ১৭১২-১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

৯. ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন?

১০. ভারতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন?
উত্তর: ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র এর আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।

১১. স্বর্গে ভবানন্দের নাম কী ছিল?
উত্তর: স্বর্গে ভবানন্দের নাম ছিল নলকূবর।

১২. ঈশ্বরী পাটুনী কে?
উত্তর: ঈশ্বরী পাটুনী গাঙ্গিনী নদীর খেয়া পারাপারের মাঝি।

১৩. ঈশ্বরী পাটুনী দেবীর কাছে কী বর চেয়েছিল?
উত্তর: ঈশ্বরী পাটুনী দেবীর কাছে তার সন্তান দুধে-ভাতে থাকার বর চেয়েছিল।

১৪. ঈশ্বরী পাটুনী দেবী কী বর দেয়?
উত্তর: ঈশ্বরী পাটুনীকে দেবী বর দেয়, ‘দুধে-ভাতে থাকিবেক তোমার সন্তান॥’

১৫. ‘লাইলী-মজনু’ কোন ধরনের কাব্য?
উত্তর: ‘লাইলী-মজনু’ বিয়োগান্ত রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য।

১৬. ‘আসক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আসক’ শব্দের অর্থ আল্লাহর প্রেমিক।

১৭. মজনুর প্রকৃত নাম কী?
উত্তর: মজনুর প্রকৃত নাম কএস।

১৮. লাইলী-মজনুর কাব্যে ঋতু পরিক্রমা কোন ভাষায় লেখা?
উত্তর: লাইলী-মজনুর কাব্যে ঋতু পরিক্রমা ব্রজবুলি ভাষায় লেখা।

১৯. কে মজনুর সাথে লাইলির মিলন ঘটিয়ে দিতে চায়?
উত্তর: রাজা নয়ফল মজনুর সাথে লাইলির মিলন ঘটিয়ে দিতে চায়।

২০. রাজা নয়ফল নজদ বনে কেন গিয়েছিল?
উত্তর: রাজা নয়ফল নজদ বনে পশু শিকার করতে গিয়েছিল।

২১. লাইলি কোন বনে মজনুর সঙ্গে দেখা করতে গিয়েছিল?
উত্তর: লাইলি নজদ বনে মজনুর সঙ্গে দেখা করতে গিয়েছিল।

২২. মৃত্যুর পূর্বে লাইলি তার মাকে কী অনুরোধ করেছিল?
উত্তর: মৃত্যুর পূর্বে লাইলি তার মাকে অনুরোধ করেছিল, তার মৃত্যু সংবাদ যেন মজনুর কাছে পৌঁছে দেওয়া হয়।

২৩. আলাওলের পৃষ্ঠপোষক কে?
উত্তর: আলাওলের পৃষ্ঠপোষক কোরেশী মাগন ঠাকুর।

২৪. ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উত্তর: ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি হিন্দি ভাষা থেকে অনূদিত।

২৫. সুখপাখির নাম কী?
উত্তর: সুখপাখির নাম হীরামণ।

২৬. রত্নসেনের প্রথম স্ত্রীর নাম কী?
উত্তর: রত্নসেনের প্রথম স্ত্রীর নাম নাগমতি।

২৭. ‘পদ্মাবতী’ কাব্যের শেষ অধ্যায় কী?
উত্তর: ‘পদ্মাবতী’ কাব্যের শেষ অধ্যায় উপসংহার।

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. মুকুন্দুরমাকে দুঃখবাদী কবি বলা হয় কেন?
২. ভাঁরুদত্ত চরিত্রটি সংক্ষেপে আলোচনা কর।
৩. দেবী অন্নদা ঈশ্বরী পাটুনির কাছে কীভাবে নিজের পরিচয় দেন?
৪. মানসিংহের বাংলায় আগমনের কারণ কী?

৫. দাসু-বাসু কে? সংক্ষেপে তাদের পরিচয় দাও।
৬. যাবনী মিশাল ভাষা কী? ব্যাখ্যা কর।
৭. রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে?
৮. লাইলী-মজনুর পর্বরাগের বর্ণনা দাও।

৯. লাইলির রূপ বর্ণনা কর।
১০. লাইলি গৃহন্দী হলে মজনু তার সঙ্গে দেখা করার জন্যে কী কী কৌশল অবলম্বন করে?
১১. ‘কুলের নন্দিনী হৈয়া নাহি কুলরাজ, কলঙ্ক রাখিলি তুই আরব সমাজ ॥’ – সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।
১২. সংক্ষেপে পদ্মাবতীর রূপের বর্ণনা কর।

১৩. ‘পড়শী হৈল শত্রু গৃহে সুখ নাই, নৃপতি হৈলে ক্রোধ দেশত নাই ঠাঁই।’ – কে, কোন প্রসঙ্গে বলেছিল?
১৪. ‘পদ্মাবতী’ কাব্যে সুখপাখির ভূমিকা সংক্ষেপে লেখ।

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ‘মুকুন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন।’ – আলোচনা কর।
২. ‘কালকেতু উপাখ্যান’ অবলম্বনে মুরারী শীল চরিত্রটি বিশ্লেষণ কর।
৩. রাজসভা কবি ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য।’ এ উক্তিটির আলোকে ভারতচন্দ্রের শিল্পকুশলতার পরিচয় দাও।
৪. ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’ – এ ভারতচন্দ্র রায়গুণাকরের ভাষা-ছন্দ ও অলঙ্কারের শৈল্পিক ব্যবহারের পরিচয় দাও।

৫. ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’ – অবলম্বনে ভারতচন্দ্রের ব্যঙ্গরস নৈপুণ্যের পরিচয় দাও।
৬. ‘মানসিংহ-ভবানন্দ’ উপাখ্যানে বিধৃত তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও।
৭. ‘‘‘লাইলি-মজনু’ কাব্যে আরবীয় জীবনের আবরণে বাংলাদেশ ও বাঙালী জীবনের ছবি অঙ্কিত হয়েছে।’’ আলোচনা কর।
৮. ‘লাইলি-মজনু’ কাব্যের নাট্যগুণ আলোচনা কর।

৯. রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে ‘লাইলি-মজনু’ কাব্যের সার্থকতা বিচার কর।
১০. ‘পদ্মাবতী অনুবাদ কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক।’ উক্তিটি যৌক্তিকতা দেখাও
১১. ‘পদ্মাবতী মূলত মানবপ্রেমের কাব্য।’ বিশ্লেষণ কর।
১২. ‘পদ্মাবতী’ কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও।