ফেইসবুক। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ছোট-বড় সকলেই কমবেশি ফেসবুকের সাথে জড়িত। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে ফেসবুক সম্পর্কে তার ধারণা নেই এবং তার ফেসবুকে অ্যাকাউন্ট নেই। কিন্তু ফেসবুকে এত এত ব্যবহারকারীর মধ্যে থেকে আপনি কি সঠিকভাবে ফেসবুক ব্যবহার করছেন? যে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন সেটা কি আসলেই আপনার ব্যক্তিত্বকে সঠিকভাবে প্রকাশ করছে? ফেসবুক স্ট্যাটাস আপনার সম্পর্কে বা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি কোনো বিরূপ প্রতিক্রিয়া অন্যের মনে তৈরি করে দিতে পারে? ভেবেছেন কখনো এগুলো?
ফেসবুক স্ট্যাটাস-
আপনার একটা ফেসবুক একাউন্ট আছে আপনার কাছে। আপনি চাইলেই আপনার টাইমলাইনে খুশি শেয়ার করতে পারেন, লিখতে পারেন, পোস্ট করতে পারেন। আসলেই কি পারেন? যদি প্রফেশনাল উত্তর দিতে হয় কথাটা হবে – না! পারেন না। কারণ আপনি যা লিখছেন, যা শেয়ার করছেন তা ইন্ডিভিজুয়ালি আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করছেন।
নিজের পার্সোনালিটি বজায় রাখতে মানুষের সাথে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আকর্ষণীয্ সুন্দর এবং গুছানো হতে হবে। কেননা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভার্চুয়াল সিভি কারিকুলাম ভিটা। আর এজন্যই ফেসবুক স্ট্যাটাস লেখার ক্ষেত্রে নিজেকে স্মার্ট, সুন্দর এবং সাবলীল ভাবে প্রকাশ করতে হবে।
চলুন দেখে নেই ফেসবুক স্ট্যাটাস এর বিভিন্ন রকম বেশ কিছু নমুনা-
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস-
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস আবার কি জিনিস? স্মার্ট স্ট্যাটাস মনে হচ্ছে আপনি যখন কোন কিছু লিখবেন সেটা অবশ্যই স্মার্টলি হবে। আপনার লেখা যে পড়বে, সে অবশ্যই আপনাকে ভেবে নিবে আপনি মোটামুটি ভাবে একজন স্মার্ট এবং গোছানো একজন মানুষ। তাই স্মার্ট ফেসবুক স্ট্যাটাস লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস এর কিছু ড্যামো দেখি চলুন-
১। ভালো সময় একটা ভালো সৃতি রেখে যায়, আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়”। |
২। “শিখতে হয় মাথা নিচু করে, বাচতে হয় মাথা উচু করে” |
৩। যদি নিজে নিজের বিবেক কে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে” |
৪। ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো |
৫।যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পার তবে তুমি দুনিয়ার একটি বোঝা |
৬।অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা
আলোতে একা হাঁটার চেয়ে ভালো |
৭। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম |
৮।নীতি হীন মানুষ কাঁটা হীন ঘড়ির মত।তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো |
৯। যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক |
আবেগি ফেসবুক স্ট্যাটাস
আমাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, বেদনা থাকে। আর আমরা সেই দুঃখ গুলো প্রকাশ করার জন্য ফেসবুকে অনেক রকম আবেগি ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকি। কিন্তু এই আবেগ প্রকাশ করার জন্য সঠিকভাবে আবেগি ফেসবুক স্ট্যাটাস গুলো লিখতে পারি? অনেকেই সেটা পারেন না বা অনেক সময় খুঁজে থাকেন বিভিন্ন আবেগে ফেসবুক স্ট্যাটাস এর আইডিয়া।
আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি খুব প্রয়োজনীয় এবং দরকারি কিছু আবেগী ফেসবুক স্ট্যাটাস যা আপনার কাজে লাগবে।
১। মানুষের কষ্ট দেখানো কষ্টের কাজ। হুমায়ূন আহমেদ |
২। যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম। কৃষ্ণচন্দ্র মজুমদার |
৩।আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। উইলিয়াম শেক্সপিয়র |
৪। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে। জয় গোস্বামী |
৫। তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না – আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত… মন ভালো নেই, মন ভালো নেই। মহাদেব সাহা |
৬।স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে বুঝবে সেদিন বুঝবে। কাজী নজরুল ইসলাম |
৭।জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। হুমায়ূন আহমেদ |
৮।সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। রেদোয়ান মাসুদ |
৯।একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তার মধ্যে মারাত্নক অস্ত্র স্ত্রীর ঘ্যানর ঘ্যানর। ডেল ক্যার্নেগি |
১০। দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ |
শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস
ফেসবুকে শিক্ষা মূলক স্ট্যাটাস দেওয়াটা অনেকটা কঠিন। কারণ কাউকে উপদেশ বা শিক্ষা দিতে হলে আপনাকে অনেক বিষয়ে জানতে হবে। যখন আপনি কোন বিষয়ে অভিজ্ঞ হবেন এবং তবেই ওই বিষয়ে শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস দিতে পারবেন। তবে আমি আপনার সাথে আজকে এই পোস্টে বেশ কিছু শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস এর আইডিয়া শেয়ার করবো যেগুলো আপনার কাজে লাগবে।
শিক্ষা মূলক স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে অনেক বিষয়ে শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন। কারণ দুনিয়াতে যেমন শিক্ষার অভাব নাই তেমনি শিক্ষামূলক বিষয় শেয়ার করার জিনিসের অভাব নেই। তাই প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ে বেশি পারদর্শী। এই বিষয়ে পারদর্শী হবেন সেই বিষয়ে সবচেয়ে বেশি লেখার চেষ্টা করবেন। এবং মানুষকে সেই বিষয়েই উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মানুষ যেমন উপকৃত হবে, তেমনি আপনার স্কিল ডেভেলপ হতে থাকবে।
চলুন দেখে নিই কিছু শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস এর নমুনা-
|
|
|
|
|
|
|
|
|
|
|
পরিশেষে-
এই হল আজকের বিস্তারিত আলোচনা। কিভাবে ফেসবুক স্ট্যাটাস লিখবেন এবং নিজেকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং কোন প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা গুরুত্বের সহিত আপনার মন্তব্য গ্রহণ করব। এবং ফেসবুক স্ট্যাটাস নিয়ে আরো কোন আপডেট পোস্ট চাইলে অবশ্যই কমেন্টে জানান।