ফেসবুক নিয়ে এলো অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম!!

ফেসবুক অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট কোর্সটি সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছেন। তাই চলুন ফেসবুক কোর্স সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। ফেসবুক” সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বলতে গেলে আমরা সবাই ফেসবুক ব্যবহারকারী। বর্তমানে সারা বিশ্বে প্রায় ১.৯৩ বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করছে।  

এইযে এত এত মানুষ ফেসবুক ব্যবহার করছে এবং আমরাও করছি কেন করছি বলুন তো? 

এই প্রশ্নের আসলে বেশ কয়েক ধরণের উত্তর পাওয়া যাবে। শুরুতেই বেশিরভাগ মানুষ যে উত্তর টি দিবে তা হচ্ছে সময় কাটানোর জন্য বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করছে কিংবা এই  ব্যস্ত জীবনে বন্ধু-বান্ধব এবং সবার সাথে যোগাযোগ রাখার একটি সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। 

কেউ কেউ আবার হয়তো বলবে প্রফেশনাল কাজ, বিজনেস মার্কেটিং ইত্যাদির কাজে ব্যবহার করছে।

ফেসবুক যে তার নতুন নতুন ফিচার দিয়ে আরো এগিয়ে যাচ্ছে তা আমাদের অজানা নয়।

সম্প্রতি ফেসবুক শুরু করতে যাচ্ছে “Marketing Analytics Certificate Program” যা অ্যানালিটিক্স মার্কেটিং এর ক্যারিয়ার কে ডেভেলপ করতে আরো সাহায্য করবে।

চলুন এই প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

ফেসবুকের এই কোর্সটি একটি সার্টিফাইড কোর্স। অর্থাৎ কোর্সটি করার পর আপনি একটি ভেরিফাইড সার্টিফিকেট পাবেন। 

ফেসবুকের এই কোর্সটির স্পন্সর হচ্ছে Coursera(কোর্সেরা)। অর্থাৎ কোর্সেরা এই কোর্সটি গঠন করবে। এই প্রোগ্রামে থাকবে প্রয়োজনীয় সকল স্কিল যা আপনাকে অ্যানালিটিক্স মার্কেটিং-এ একজন প্রফেশনাল বানাতে সাহায্য করবে। 

US Bureau of Labor Statistics এর অনুসারে মার্কেটিং অ্যানালিস্টদের জন্য এই কোর্স প্রত্যেক বছর প্রায় ৯৬০০০ চাকরির দ্বার উন্মোচন করবে বলে অনুমান করা হয়েছে।

যে বা যারা এই ফিল্ডে নিজেদের ক্যারিয়ার গড়তে চায় তারা অনায়াসে এই কোর্সটিতে এনরোল করতে পারেন। এতে পূর্ববর্তী কোনো এক্সপেরিয়েন্স থাকা বাধ্যতামূলক নয়

ফেসবুক অথোরিটি জানান, এই কোর্সটিতে ঐ সব থাকবে যা আপনাকে একজন পারফেক্ট জব ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলবে। এবং এই প্রোগ্রাম বা কোর্সটি শেষে আপনি কোর্সেরা এবং ফেসবুক উভয় থেকেই পাবেন ভেরিফাইড সার্টিফিকেট। 

কিভাবে এনরোল করবেন?

ফেসবুকের এই নতুন কোর্সটি অফার করছে Coursera

যারা আগে থেকেই কোর্সেরাতে সাবস্ক্রিপশন করে রেখেছেন অর্থাৎ যারা আগে থেকেই কোর্সেরার মেম্বার তারা ফেসবুকের এই কোর্সটিতে কোনো অ্যাডিশনাল চার্জ ছাড়াই এনরোল করতে পারবেন।

আর যারা কোর্সেরার মেম্বার নয়, তারা ৭দিনের ফ্রি ট্রায়াল করতে পারবেন। কিন্তু এরপরে মান্থলি সাবস্ক্রিপশন করতে হবে।

পুরো কোর্সটি শেষ করতে আপনার লাগবে ৮০ ঘন্টার মতো।

ফেসবুক নিয়ে এলো অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম!!

ফেসবুক নিয়ে এলো অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম!!

কী কী থাকছে এই প্রোগ্রামে?

প্রোগ্রামটিতে থাকছে ৬টি কোর্স। যা আপনাকে শিখাবে নিচের বিষয়গুলো-

  • বেসিক মার্কেটিং প্রিন্সিপ্যাল এর প্রয়োগ এবং কিভাবে ডাটার উপর নির্ভর করে ডিসিশন নিতে হয়।
  • কমন অ্যানালিটিক্স কোয়েশ্চেন এর জন্য OSEMN ডাটা ফ্রেমওয়ার্ক এর প্রয়োগ।
  • অ্যানালিটিকাল টুলস যেমন- Python এবং SQL এর ব্যবহার।
  • Tableau ব্যবহারের মাধ্যমে মার্কেটিং ডাটা কালেক্ট এবং ভিজ্যুয়ালাইজ করা।
  • অ্যাডভারটাইজিং ইফেক্টিভনেসকে ইভ্যালুয়েট করার জন্য এক্সপেরিমেন্ট ডিজাইন এবং হাইপোথিসিস টেস্ট করা।
  • ফেসবুক অ্যাড ম্যানেজারের ব্যবহার।

প্রোগ্রামটি কমপ্লিট করার পর যা পাবেন-

কোর্সগুলো কমপ্লিট করার পর আপনাকে একটি ফাইনাল এক্সামের মধ্য দিয়ে যেতে হবে যেটি অফার করছে ফেসবুক ব্লুপ্রিন্ট।

ফেসবুক একজন স্টাডি গাইডও প্রোভাইড করবেন যিনি আপনাকে এই এক্সামের জন্য প্রস্তুত করবেন।

স্টাডি গাইড হলো মূলত ছয় নাম্বার অর্থাৎ ফাইনাল কোর্স। যা আপনি আগের পাঁচটি কোর্স করার পরই করতে পারবেন এর আগে নয়। 

এক্সাম শেষ করার পর আপনি আপনার কাঙ্খিত সার্টিফিকেটটি পেয়ে যাবেন। ফেসবুক এবং কোর্সেরা উভয় আপনাকে Marketing Science Certificate” দিবে।

ফেসবুক নিয়ে এলো অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম!!

ফেসবুক নিয়ে এলো অ্যানালিটিক্স মার্কেটিং সার্টিফিকেট প্রোগ্রাম!!

এই সার্টিফিকেট-টি আপনি আপনার ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল, লিংকডইন প্রোফাইল ইত্যাদি সব প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।

তবে কেনো এই সুযোগ হাতছাড়া করবেন না। দেরি না করে আজই শুরু করতে পারেন এবং নিজেকে একজন প্রফেশনাল মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে গড়ে তুলতে পারেন।