ফেসবুকের প্রোফাইল নাম লিখুন ইংরেজিতে সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে কোন প্রকার প্রোক্সি ছাড়া।

আসসালামু আলাইকুম ।
`
Bdskills এ সবাইকে স্বাগতম।

আজকে আপনাদের একটি ট্রিকস শেখাব । সাধারনত ফেসবুক আইডির নাম সবগুলো বড় হাতের অক্ষর দেয়া যায়না । তবে ইচ্ছা করলে আমরা দিতে পারি ।

চলেন শুরু করা যাক,

Follow Screenshots,
প্রথমে settings and privacy তে যান

তারপর personal information তে যান

এখন Name Edit এ যান

এখন হল আসল কাজ । আপনি First Name Box এ আপনার নাম লিখুন শুধুমাত্র প্রথম অক্ষর ছোট হাতের দিয়ে বাকিগুলো বড় হাতের দিয়ে । যেমন dELWAR

এভাবে Last Name Box এ আপনার নাম লিখুন শুধুমাত্র প্রথম অক্ষর ছোট হাতের দিয়ে বাকিগুলো বড় হাতের দিয়ে । যেমন hOSSEN
চাইলে এভাবে Midlename টাও দিতে পারেন ।

তারপর Password দিয়ে save করুন

দেখুন হয়ে গেছে ।

Note:- নতুন আইডি খোলার সময় এটি কাজ করেনা শুধু নাম change করার সময় কাজ করবে ।