ঢাকায় সিনেমার এক সমেয়র আলোচিত নায়িকা অপু বিশ্বাস।সম্প্রতি‘লাল শাড়ি’সিনেমা নিয়ে কথা বলতে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন অপু ও সাইমন সাদিক জুটি। অপু বিশ্বাস তার সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের চিঠিতে লেখেন- ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’সাইমন চিঠিটি পড়ে শোনান। ভাই বলতে শাকিব খানের […]
নাম বলব না, একজন একটা ভিডিও ছেড়েছেন জয়ও সেটি দেখেছে: অপু
