ডিজিটাল মার্কেটিং Digital Marketing কোর্স বাংলা পেইড কোর্স ফ্রি

ডিজিটাল মার্কেটিং Digital Marketing সেই সব ধরণের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকে বোঝায় যেগুলি বিশেষভাবে একটি electronic device বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব। আজ নিজের উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে অনেক কোম্পানি বা ব্যবসা এই ডিজিটাল মার্কেটিং এর অনেক চ্যানেল বা ভাগের ব্যবহার করছেন।

ডিজিটাল এবং মার্কেটিং, দুটো শব্দের অর্থ অন্য অন্য।

এক্ষেত্রে, Digital মানে হলো এমন একটি টেকনোলজি যেটা কম্পিউটার বা যেকোনো electronic device এর মাধ্যমে ইলেকট্রনিক (electronic) টেকনোলজি কে বুঝায় যেটা বিশেষ ভাবে ইন্টারনেট নেটওয়ার্ক এর সাথে জড়িত।

এবং, মার্কেটিং মানে হলো, যেকোনো বিসনেস (business), প্রোডাক্ট (product), সার্ভিস বা ব্যক্তিগত উদ্দেশ্য গ্রাহকের কাছে বিভিন্ন উপায় বা মাধ্যমের ব্যবহার করে প্রচার করা।

প্রচারের উদ্দেশ এটাই, যাতে আপনার প্রচার করা পণ্য লোকেরা কিনোক বা আপনার বিসনেস এর ব্যাপারে লোকেরা জানুক।

 

আরও পড়ুনঃ

Facebook Marketing Course Bangla – ফেসবুক মার্কেটিং কোর্স বাংলা।

CPA Marketing Full Course Free Download – সিপিএ মার্কেটিং সম্পুর্ন কোর্স।

WordPress theme customization full Course – ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন

তাহলে, ডিজিটাল মার্কেটিং Digital Marketing বলতে কি বুঝায় ? এর অর্থ কি ?

ডিজিটাল শব্দের অর্থ ইন্টারনেটের সাথে জড়িত এবং মার্কেটিং শব্দের অর্থ হলো, যেকোনো product বা service গ্রাহকের কাছে প্রচার করা বা লোকেদের তার বিষয়ে জানানো।

এবং তাই, Digital marketing এর অর্থ অনেক সোজা।

ডিজিটাল মার্কেটিং সেই সব ধরণের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকে বোঝায় যেগুলি বিশেষভাবে একটি electronic device বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব।

আজ নিজের উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে অনেক কোম্পানি বা ব্যবসা এই ডিজিটাল মার্কেটিং এর অনেক চ্যানেল বা ভাগের ব্যবহার করছেন।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবেন ? (career in digital marketing)

ডিজিটাল মার্কেটিং শেখার অনেক প্লাটফর্ম আছে এবং আপনি চাইলে সহজেই বিভিন্ন উপায়ে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। এছাড়াও আপনি চাইলে নিচের দেয়া লিঙ্ক থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটি ডাউনলোড করে সহজেই শিখে নিতে পারেন।

সতর্কতাঃ 

বর্তমান সময়ে শেখার সবচেয়ে বেশী জনপ্রিয় উপায় হচ্ছে অনলাইন কোর্স। আর এই কোর্স গুলো কিনে কাজ শিখতে অনেকে হিমশিম খায়। তাই যাদের এই কোর্স গুলো কেনার মত আর্থিক অবস্থা নেই আমরা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই এই কোর্স গুলো পাবলিশ করে থাকি। আপনার যদি কোর্স গুলো কেনার মত একটুও সামর্থ্য থাকে তবে প্লিজ আমরা অনুরুধ করছি যেই কোর্সটি করতে চান সেটির অরিজিনাল সোর্স থেকে পেমেন্ট করে কোর্সটি কিনে তারপর শেখা শুরু করুন। এতে আপনার শেখা সার্থক হবে।

 

Download Here