মার্কিন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেইজ গ্লোবাল ইনকর্পোরেটেডের অল্প কিছু শেয়ার রয়েছে ইনটেলের হাতে। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে মার্কিন চিপ জায়ান্ট প্রতিষ্ঠানটি
ইনটেলের হাতে কয়েনবেইজের যে কয়টি শেয়ার রয়েছে, তার মূল্যমান দশ লাখ ডলারেরও কম। জুনের ৩০ তারিখ পর্যন্ত কয়েনবেইজের ‘ক্লাস এ’ সাধারণ স্টকের তিন হাজার ১৪টি শেয়ার সংগ্রহে রেখেছে মার্কিন এ চিপ জায়ান্ট। শুক্রবারের হিসেব অনুসারে, শেয়ারগুলোর বর্তমান মূল্যমান সাত লাখ ৮৮ হাজার একশ’ ৯১ ডলার।
এক নিয়ন্ত্রক নথিতে শুক্রবার ইনটেল নিজেদের হাতে থাকা শেয়ারের ব্যাপারটি তুলে ধরেছে।
সাম্প্রতিক সময়ে অনেক প্রথম সারির ব্যবসায়ীকে ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকতে দেখা গেছে। স্টক নির্বাচনের তারকা খ্যাত ক্যাথি উড, টেসলা প্রধান ইলন মাস্ক-সহ অনেকেই নিজ নিজ ক্রিপ্টো সংগ্রহ বাড়াচ্ছেন।
বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সেচেঞ্জগুলোর মধ্যে কয়েনবেইজ অন্যতম। এ বছরের এপ্রিলে তালিকাভুক্তিকরণের মাধ্যমে শেয়ার বাজারে পা রাখে প্রতিষ্ঠানটি। শেয়ার বাজারে প্রথম দিনেই প্রতিষ্ঠানটির মূল্যমান গিয়ে ঠেকেছিল ১১ হাজার দুইশ’ কোটি ডলারে।