ওয়েব ডিজাইন শেখার সকল বই PDF Download

আজকে রয়েছে ওয়েব ডিজাইন শেখার বাংলা বই pdf download link | web design and development bangla pdf book free download link . ওয়েব ডিজাইন শিখতে একেবারে বেসিক থেকে এক্সপার্ট পর্যন্ত যতকিছু দরকার সবকিছুই এই বইগুলোতে পাবেন। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবেনা ওয়েব ডিজাইন শেখার মধ্যে।

ওয়ার্ডপ্রেস :: কেন শিখবেন, কিভাবে শিখবেন

বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্লগিং এবং পাবলিশিং প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস। ব্যক্তিগত ব্লগ থেকে শুরু করে কর্পোরেট সল্যুশন সকল ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এটি। তৈরী হয়েছে অসংখ্য সাইট, সেই সাথে পাল্লা দিয়ে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদাও বেড়েছে বহুগুণে।

গত কয়েক বছরে যা ছিল চোখে পড়ার মত এবং অর্থনৈতিক সংকট থাকার পরও প্রতিনিয়ত এ চাহিদা কমেনি একটুও।
আসলে সিএমএস ভিত্তিক ওয়েবসাইটগুলো প্রতিনিয়তই বাড়ছে, এর মাঝে তুলনামূলকভাবে ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। স্মলবিজট্রেন্ডস এর দেয়া এক তথ্যমতে পুরো ইন্টারনেট জগতের কমপক্ষে ১৯ শতাংশ ওয়েবসাইট এখন ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরী।

টেক সাইটগুলোর কথা বিবেচনা করা হলে এটি হবে ৫০ শতাংশের কাছাকাছি। তাছাড়া বর্তমান সময়ে বিশ্বের নামিদামি কিছু কোম্পানী যেমন ফোর্ড মোটরস, নাসা তাদের নিজস্ব ওয়েবসাইটও তৈরী করেছে ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে। আর ২০১৬ সালে আশা করা যাচ্ছে এই ট্রেন্ড বাড়বে আরো বহুগুণে।

ওয়েবসাইট তৈরীতে অন্যান্য সিএমএস এর তুলনায় ওয়ার্ডপ্রেস ব্যবহারের তুলনামূলক হার কি রকম সেটি ডব্লিউথ্রিটেকস এর এই ডায়াগ্রাম থেকে খুব ভালভাবেই বুঝা যায়। কার্যত এক্ষেত্রে কাজ করার সুযোগও বাড়ছে সেজন্যে।ওয়ার্ডপ্রেস নিয়ে সফলতার সাথে কাজ করছে এমন একটি প্রতিষ্ঠান থিমশ্যাকারের মতে এই বছরে ওয়েবের জগতে রাজত্য করবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। কারণ ডিজাইন ট্রেন্ডই নির্ধারণ করে দেয় একটি থিম একজন ক্রেতার নিকট কতটুকু আকর্ষণীয় হতে পারে।

তাছাড়া ইল্যান্সের অনলাইন এমপ্লয়মেন্ট রিপোর্ট অনুযায়ী ওয়ার্ডপ্রেস এবং পিএইচপির কাজের চাহিদা রয়েছে চাহিদার শীর্ষে। এ পর্যন্ত কাজ পোস্ট হয়েছে ২ লাখ ২৪ হাজার একশত ৯২টি, প্রবৃদ্ধি ৮ শতাংশ। জব প্রতি গড় বাজেট ৯ শত ৮০ ডলার এবং ঘন্টা প্রতি কাজের রেট ১৯ ডলার। পাশাপাশি অন্যান্য মার্কেটপ্লেসগুলোতেও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ পোস্ট হচ্ছে প্রতিনিয়ত।

যা জানতে হবে

একটা কথা সোজাসোজি বলতেই হবে, একজন দক্ষ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়া যথেষ্ট কঠিন কাজ। তবে পরিকল্পিতভাবে লেগে থাকলে অবশ্যই শেখা সম্ভব। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই এইচটিএমএল,সিএসএস জানতে হবে।

সেই সঙ্গে জেকুইয়ারী, জাভাস্ক্রিপ্ট এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্যে পিএইচপি এবং মাইএসকিউএল জানার প্রয়োজন হবে। আর কেবল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের জন্য এইচটিএমএল,সিএসএস এবং ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কেরও ব্যবহার জানা থাকলেই চলবে।

তবে কিছু টিউটোরিয়াল পড়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল আর কিছু কাস্টমাইজেশন করতে পারলেই কেউ দক্ষ ডেভেলপার হয়ে যেতে পারেনা। সেজন্যে তাকে হয়তো এক্সপার্ট বলা চলে। দক্ষ হতে গেলে প্রচুর শ্রম, মেধা এবং সময়ের প্রয়োজন। তাই চেষ্টা করুন এক্সপার্টের চেয়ে বেশি কিছু হতে।

কেন হতে হবে সেরা ডেভেলপার!

আগে বলুন কেন হবেন না? যদি ভাল কিছু করতে চান তবে কেন গড়পড়তা অবস্থায় পড়ে থাকবেন! এমন গড়পড়তা অবস্থায় অনেকেই আছে, তাদের চেয়ে বেশি কিছু করার চিন্তা করুন। তাছাড়া সেরা হবার আরো কিছু কারণ আছে,

আয়ের নিশ্চয়তা: ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের চাহিদা যেমন বেশি তেমনি এই ক্ষেত্রে সেরা ডেভেলপারদের প্রাপ্য পরিশোধ করতে ক্লায়েন্টও কার্পণ্যতা করেনা।

বেছে নিন সেরা ক্লায়েন্ট: যখন নিজেকে নিয়ে যাবেন সফলতার শীর্ষে, খুজে পাবেন কাজের স্বাধীনতা। কোন কাজ করবেন নিজের ইচ্ছেমত বেছে নিবেন। পছন্দ হলে বলবেন “হ্যা,” নাহয় বলবেন “না”।

গড়ে নিন নিজের রাজত্ব: সেরা মানে হল আপনারও কিছু দায়িত্ব রয়েছে, রয়েছে ওয়ার্ডপ্রেসের ভবিষ্যত নির্ধারণের যোগ্যতা।

কিভাবে শিখবেন:

ওয়ার্ডপ্রেস শেখার জন্যে অসংখ্য রিসোর্স রয়েছে, হাজার হাজার মানুষ কথা বলছে অনলাইনে। এই কোলাহলের মাঝে ভাল রিসোর্স খুজে পাওয়া আসলেই খুব কষ্টকর হয়ে গেছে। তাই যদি ভাল কিছু শিখতে চান তবে ভাল মানের রিসোর্স বেছে নিন, আর মনযোগ দিন সেটার প্রতি।

এখানে তেমন কিছু রিসোর্স দিয়ে দিচ্ছি,
ওয়ার্ডপ্রেস কোডেক্স
খুব বেসিক থেকে শুরু করে মাস্টারিং পর্যায়ে যেতে চাইলে সবচেয়ে ভাল রিসোর্স হল ওয়ার্ডপ্রেস কোডেক্স। কারণ এটি এন্ড ইউজারদের কথা বিবেচনা করে সেভাবেই তৈরী করা হয়েছে। তাছাড়া শিখতে পারেন থিম ডিজাইন এবং প্লাগইন ডেভেলপমেন্ট।

ওয়ার্ডপ্রেস বই

অসংখ্য বই রয়েছে ওয়ার্ডপ্রেসের উপর। নিজের আগ্রহ বুঝে শুরু করেই দেখুন না কি হয়। কি, বুঝতে পারছেন না কোনটি থেকে শুরু করা যায়! কোন সমস্যা নেই, ডামিস সিরিজের “ওয়ার্ডপ্রেস ফর ডামিস” বইটি দেখুন। বইটি কিন্তু বেশ কাজের। তবে যে বইটিই পড়ুন না কেন, বইটির শেষ হলে এর উপর একটি রিভিউ লিখার পাশাপাশি লেখককে ধন্যবাদ জানাতে ভুলবেন না যেন।

ওয়ার্ডপ্রেস ব্লগ

সেরা ব্লগগুলো খুজে বের করুন, ফিড সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আপডেটগুলো পড়ুন এবং ফিডব্যাক দিন। কিছু পছন্দের ব্লগ স্ম্যাসিং ম্যাগাজিন, ওয়ার্ডপ্রেস টিউটসপ্লাস, ওয়ার্ডপ্রেস ক্যান্ডি।

তাছাড়া প্রফেশনালি কাজ করছেন এমন কারো কাছেও শিখতে পারেন। বাংলাদেশে ডেভসটিম ইনস্টিটিউটে দেয়া হচ্ছে এর উপর প্রফেশনাল প্রশিক্ষণ, চার মাসের এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আপনিও শুরু করতে পারেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ক্যারিয়ার।

কাজে লাগতে পারে যে ওয়েবসাইটগুলো:

http://www.w3schools.com/

http://tutorials.tutsplus.com/

http://css-tricks.com/

http://www.php.net/manual/en/

http://www.wpbeginner.com/

ওয়েব ডিজাইন শেখার সকল বই PDF Download | web design and development bangla pdf

HTML শেখার বই PDF | HTML 5 Bangla PDF Book

HTML সকল ট্যাগলিস্ট | HTML All Tag list in bangla PDF

Javascript Bangla book pdf | জাভাস্ক্রিপ্ট শেখার বই PDF

PHP বাংলা পিডিএফ ই-বুক | PHP শেখার বই PDF

Bootstrap চিটশিট PDF eBook | Bootstrap bangla pdf download | bootstrap শেখার বই PDF

CSS bangla book pdf | CSS শেখার বই PDF

WordPress bangla book pdf | ওয়ার্ডপ্রেস শেখার বই PDF

SEO Bangla book PDF | এসইও | SEO শেখার বই PDF

ফটোশপ বাংলা পিডিএফ ই-বুক

⚫⚫ কি কি শিখলে আপনিও একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন? 🤔🤔  আমরা যারা বিগিনার আছি তাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে যে কিভাবে আমরা ওয়েব ডিজাইনার হতে পারবো! 🤔  প্রথমে আমাদের বুঝতে হবে ওয়েব ডিজাইনটা আসলে কি? ওয়েব ডিজাইন শেখার সকল বই PDF Download | web design and development bangla pdf

➔ ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের টেম্পলেট বানানো । যেমন ধরুন এটার লে-আউট কেমন হবে। হেডারে কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কীভাবে প্রদর্শন করবে ইত্যাদি। অন্যভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কী হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কীভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ। আর এ ডিজাইন নির্ধারণ করতে ব্যবহার করতে হবে কিছু প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ।

➔ এবার তাহলে জানা যাক কি কি শিখলে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন বা ডিজাইনার হতে পারবেন। এই প্রশ্ন অনেকের মনেই আসে বিশেষ করে যারা একদমই নতুন। নানারকম কনফিউশন কাজ করে তাদের মধ্যে। কি শিখবো আগে, কি কি শিখলে ওয়েব ডিজাইন করতে পারবো ,আরো অনেক কিছু। ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে যা আগে জানতেই হবে সেগুলো হচ্ছে- ✍ HTML (HyperText Markup Language) ✍ CSS (Cascading Style Sheets) ✍ BOOTSTRAP (the most popular CSS Framework) ✍ JAVASCRIPT (Scripting or Programming Language)  ✍ JQUERY / JQUERY PLUGIN (JavaScript Library)

➔ এই ৫ টা জিনিস কি এইটা নিয়ে বিস্তারিত আবার একদিন বলবো। কিন্তু এইটাই বলবো যে আপনি  যদি ভাবেন আপনি ওয়েব ডিজাইন শিখবেন বা শিখছেন কিন্তু কি শিখবেন বুঝতে পারেছেন না, উপরের এই ৫ টা জিনিস শিখে ফেলেন, আপনাকে ওয়েব ডিজাইনার হতে কেউ আটকাতে পারেব না। ওয়েব ডিজাইন শেখার সকল বই PDF Download | web design and development bangla pdf

💯💯 ⚠️⚠️ অনেকে অনেক কিছুই বলবে যেমন জাভাস্ক্রিপ্টের অন্যান্য Library বা  Framework শিখতে বলবে বা অন্য কোনো কিছুর আইডিয়া দিবে। সবই ভালো, কিন্তু আপনি যেইটাই শিখেন ভালো মত শিখতেই হবে। এখন যাই শিখেন। ভুলবশত কোনো কিছু শিখতে ফেললেও তা আপনার কাজে আসবে। তাই কোনটা আগে বা পরে শিখবেন তা না ভেবে জাস্ট শুরু করে দেন। আর একটা একবার শিখে ফেললে অন্যান্যগুলাও অনেক সহজে শিখে ফেলতে পারবেন।  কিন্তু শুরুতে basic clear থাকলে খুবই হেল্প হবে আপনার। তাই উপরের উল্লেখ করা জিনিসগুলা শিখে ফেলুন , কাজে আসবেই 😊

➔ বর্তমান টেকনোলজির যুগে সব কিছু্রই এখন ওয়েবসাইট আছে এবং সব কাজ ওয়েবে করা হচ্ছে। ওয়েব ডিজাইন হতে পারে খুব ভালো একটা কাজের জায়গা যদি আপনি ভালো ডিজাইনার হতে পারেন। কেননা একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন ওয়েব ডিজাইনের চাহিদা বর্তমান অনেক অনেক বেশি এবং দিন দিন আরো বাড়ছে। ❤❤ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কোনো স্কিল ডেভেলপ করার চিন্তা করলে তা এখনই শুরু করে দেন, কারণ এইটাই সময় নিজের স্কিল ডেভেলপ করার। 🎊😀